
চতুর্থবারের মতো প্রেম ও পরে আংটিবদল করেছিলেন মার্কিন সংগীতশিল্পী ও অভিনেত্রী জেনিফার লোপেজ। বিভিন্ন মাধ্যম থেকে সেরকমটাই জানা গেছে, পরস্পরকে দেওয়া পাকা কথা এলোমেলো হয়ে গেছে জেনিফার ও রদ্রিগেজের!
বিয়ে আর বাগদান ভেঙে যাওয়া জেনিফার জন্য নতুন কিছু নয়। এর আগেও প্রেমে পড়েছেন, আবার ভেঙেও গেছে। এতে মর্মাহত হয়েছেন তিনি। একবার এক সাংবাদিকের প্রশ্নে তিনি জানিয়েছেন, ‘সবাই দেখেছেন আমি একের পর এক ভুল করে গেছি। যতবার ভুল করেছি, ততবারই কঠিন সময় পার করতে হয়েছে আমাকে। প্রতিবারই সম্পর্ক ভেঙে যাওয়ার পর আমি প্রচণ্ড আঘাত পেয়েছি। ভুল থেকে আমার যথেষ্ট শিক্ষাও হয়েছে।
আপতত চতুর্থ প্রেম ভেঙে যাওয়ার খবরে হইচই বাধলেও, জেনিফার আছেন স্থির। এদিকে গণমাধ্যমকে তিনি জানিয়েছেন, ওসব উড়ো খবরে কান দেওয়া যাবে না।
জেনিফার ও রদ্রিগেজের মুখপাত্র পরিষ্কার করেছেন যে তাঁরা এখনো একসঙ্গে আছেন। ‘বিশেষ কিছু’ নিয়ে কাজ করছেন। গত শুক্রবার তাঁদের দুজনের সম্পর্ক ভেঙে যাওয়ার খবর বেরোলে তাঁরাই এই বিবৃতি পাঠান।