আবারও লকডাউনের সিদ্ধান্তে জার্মানি

জার্মানিতে করোনা সংক্রমণ আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ায় আগামী ১৬ ডিসেম্বর থেকে ১০ জানুয়ারি পর্যন্ত আবারও লকডাউনসহ কঠোর বিধিনিষেধ আরোপের সিদ্ধান্ত নিয়েছে দেশটি। এ সময় নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান এবং চিকিৎসাসংশ্লিষ্ট প্রতিষ্ঠান ছাড়া বন্ধ থাকবে সবকিছুই।

জার্মানিতে করোনার দ্বিতীয় ঢেউ ঠেকাতে মার্কেল সরকারের দেওয়া আংশিক লকডাউনের তোয়াক্কা করেনি দেশটির বেশির ভাগ মানুষ। যার প্রমাণ আক্রান্ত ও মৃতের আশঙ্কাজনক হার।

প্রতিদিনই গড়ে প্রায় ২৫ হাজার মানুষ সংক্রমিত, সাড়ে চারশ’র বেশি মানুষের মৃত্যুতে শঙ্কিত গোটা দেশ। আর তাই বড়দিন সামনে রেখে আগামী ১৬ ডিসেম্বর থেকে ১০ জানুয়ারি পর্যন্ত আবারও কঠোর লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে মার্কেল প্রশাসন।

গতকাল রোববার দেশটির ১৬টি অঙ্গরাজ্যের মিনিস্টার প্রেসিডেন্টদের সঙ্গে টেলিকনফারেন্সের পরপরই এ সিদ্ধান্ত নেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল। নতুন এ বিধিনিষেধ অনুযায়ী নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির দোকান, হাসপাতাল, সেবামূলক প্রতিষ্ঠান খোলা থাকলেও বন্ধ থাকবে কিন্ডারগার্টেনসহ সব শিক্ষাপ্রতিষ্ঠান, পানশালা, রেস্তোরাঁসহ বিভিন্ন বিপণিবিতান। এমনকি নিষিদ্ধ করা হয়েছে বড়দিন উপলক্ষে সব ধরনের জমায়েত ও আতশবাজি পোড়ানোও।

তিনি জানান, আমি বলব এই মুহূর্ত থেকে সবাইকে ঘরেই থাকতে। কী দরকার অপ্রয়োজনে বাইরে যাওয়ার? এই সংকটে নিজেকে বাঁচতে হবে সঙ্গে অন্যকে বাঁচাতে হবে। ধৈর্য ধরার বিকল্প দেখছি না। মৃত্যু ঠেকাতে ভ্যাকসিনের বিকল্প কিছুই দেখছি না।

এদিকে জার্মানিজুড়ে আবারও লকডাউন জারির ঘোষণায় শঙ্কিত দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরাও। কর্মহীনতার পাশাপাশি অর্থনৈতিক সংকট ও পারিবারিক চাপে পড়ার ভয় বাসা বেঁধেছে অনেকের মনে। এ অবস্থায় অচিরেই গণহারে টিকা কার্যক্রম শুরু করা না গেলে, বিপর্যয় ঠেকানো মুশকিল বলে মনে করছেন সংশ্লিষ্টরা।