
অভিনেতা হৃতিক রোশনের ছেলে রিহানের জন্মদিন ছিল ২৮ মার্চ। ছেলের ১৫ বছরের জন্মদিন উপলক্ষে গোটা রোশন পরিবারকে দেখা গেল এক সাথে, ছিলেন হৃত্বিকের প্রাক্তন স্ত্রী সুজান খানও। উপস্থিত ছিল সুজানের ভাই জায়েদ খান।
হৃতিক ও সুজানের বিয়ের পাঁচ বছরের মাথায় প্রথম সন্তান রিহানের জন্ম হয়। তাদের ছোট ছেলের নাম রিদান।
সামাজিক মাধ্যমে রিহানকে উদ্দেশ করে সুজান লেখেন, ‘আমার জীবনের ভালবাসা, উজ্জ্বল আলো, আমার রে (রিহান)… তুমিই আমার সব কিছু। আমার খুশি এবং হাসির একমাত্র কারণ তুমি’।
উল্লেখ্য, ভালোবেসে ২০০০ সালের ডিসেম্বর মাসে বিয়ে করেছিলেন হৃত্বিক-সুজান । তবে ২০১৪ সালে, দীর্ঘ ১৪ বছরের দাম্পত্য সম্পর্ক ইতি টেনেছেন এই জুটি। কিন্তু বন্ধুত্বের সম্পর্কটা আজও অটুট এই প্রাক্তন জুটির। দুই সন্তান রিহান ও রিদানকে একইসঙ্গে বড়ো করে তুলছেন তারা।