আবারো জনপ্রিয়তায় সানি লিওন

বিনোদন ডেস্ক : জনপ্রিয়তায় যে মোটেও ভাটা পড়েনি তা আবারো প্রমাণ করলেন সানি লিওন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও অভিনেতা সালমান খানের মতো ব্যক্তিদের পেছনে ফেলে এ বছরও সার্চ ইঞ্জিনে ভারতের সবচেয়ে বেশি খোঁজা ব্যক্তির তালিকায় শীর্ষে উঠে এসেছেন তিনি।

সম্প্রতি একটি জরিপে এ তথ্য জানিয়েছে ইয়াহু ইন্ডিয়া। এ নিয়ে টানা পাঁচবার ভারতের সবচেয়ে বেশি খোঁজা ব্যক্তির তালিকায় শীর্ষে রইলেন সানি লিওন।

এদিকে সবচেয়ে বেশি খোঁজা পুরুষ তারকার তালিকায় শীর্ষে রয়েছেন সালমান খান। বছরজুড়ে বক্স অফিস সাফল্য এবং লুলিয়া ভান্তুরের সঙ্গে প্রেমের গুঞ্জনসহ নানা কারণে খবরে ছিলেন তিনি। তারপর রয়েছেন জনপ্রিয় কমেডিয়ান কপিল শর্মা। শীর্ষ দশের তালিকায় এরপরই রয়েছেন-অমিতাভ বচ্চন, শাহরুখ খান, আমির খান, অক্ষয় কুমার, অজয় দেবগন, তন্ময় ভাট, শহিদ কাপুর এবং রণবীর সিং।

সবচেয়ে বেশি খোঁজা নারী তারকার তালিকায় বরাবরের মতো শীর্ষে রয়েছেন সানি। করণ সিং গ্রোভারের সঙ্গে বিয়ের কারণে চলতি বছরে আলোচনায় ছিলেন বিপাশা বসু। তিনি রয়েছেন তালিকার দ্বিতীয় স্থানে। তালিকায় এর পর রয়েছেন- দীপিকা পাড়ুকোন, ক্যাটরিনা কাইফ, প্রিয়াঙ্কা চোপড়া, প্রত্যুষা ব্যানার্জি, কারিনা কাপুর, রাধিকা আপ্টে এবং ঐশ্বরিয়া রাই বচ্চন।

প্রতি বছর ইয়াহু ইন্ডিয়া বাৎসরিক একটি জরিপ করে থাকে। ‘ইয়ার ইন রিভিউ’ তালিকায় ভারতে তাদের সার্চ ইঞ্জিন ব্যবহারকারীদের সবচেয়ে বেশি খোঁজা ব্যক্তি, অনুষ্ঠান এবং গল্পের তালিকা তুলে ধরা হয়।