
কক্সবাজার প্রতিনিধি : অনিয়ম-দুর্নীতির অভিযোগে দায়ের করা মামলায় কক্সবাজারের প্রাক্তন অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) জাফর আলমকে আবারো জেল হাজতে পাঠিয়েছে আদালত।
সোমবার দুপুরে কক্সবাজারের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করলে বিচারক মো. তৌফিক আজিজ এই আদেশ দেন।
দুদকের আইনজীবী সিরাজ উল্লাহ জানিয়েছেন, মাতারবাড়ি কয়লা বিদ্যুৎকেন্দ্রের ভূমি অধিগ্রহণে চিংড়ি খাতের ক্ষতিপূরণ প্রকল্পের অর্থ বিতরণে ভুয়া লোকজনের নাম দেখিয়ে ২৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ২০১৪ সালের ৭ ডিসেম্বর কক্সবাজার থানায় একটি জিআর মামলা দায়ের করেন কক্সবাজার জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ কর্মকর্তা এমএম মাহমদুর রহমান।
মামলাটি আমলে নিয়ে দুদককে তদন্তের জন্য নির্দেশ দেন কক্সবাজারের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। দীর্ঘ তদন্ত শেষে অর্থ আত্মসাতের প্রমাণ পেয়ে কক্সবাজারের প্রাক্তন জেলা প্রশাসক মো. রুহুল আমিন এবং প্রাক্তন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জাফর আলমসহ ৩৬ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেয় দুদক। এরপর আদালত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।
এরপর গত ৯ মে চট্টগ্রাম থেকে এডিসি জাফরকে আটক করে দুদকের একটি দল। এরপর তার জামিন না মঞ্জুর করে তাকে জেল হাজতে পাঠিয়েছিল আদালত। পরে কক্সবাজারের প্রাক্তন জেলা প্রশাসক মো. রুহুল আমিন গত ২২ মে কক্সবাজার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করলে বিচারক জামিন নামঞ্জুর করে তাকেও জেল হাজতে পাঠায়।পরে এক মাসের মাথায় হাইকোর্ট থেকে বের হন দুইজন।
এই ব্যাপারে দুদকের পক্ষ থেকে উচ্চ আদালতে আপিল করা হলে গত ১০ জুলাই প্রাক্তন ডিসি রুহুল আমিন এবং প্রাক্তন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জাফর আলমের জামিন বাতিল করে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন সুপ্রিম কোর্ট। এর পরিপ্রেক্ষিতে প্রাক্তন ডিসি রুহুল আমিন রোববার কক্সবাজার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করেন। বিচারক তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। সোমবার এডিসি আত্মসমপর্ণ করলে তাকেও জেল হাজতে পাঠানো হল।
মামলায় এডিসি জাফর আলমের পক্ষের আইনজীবী ছিলেন আবদুল বারী, তাপস রক্ষিতসহ আরো কয়েকজন।