আবারো ঢাবিতে ককটেল বিস্ফোরণ; আহত এক

নিজস্ব প্রতিবেদকঃ গত চারদিনের মধ্যে তৃতীয়বারের মতো ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) মধুর ক্যান্টিনের সামনে। এতে মধুর ক্যান্টিনের এক কর্মচারী আহত হন। সোমবার (৩০ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে কলাভবনের ছাদ থেকে এ ককটেল বিস্ফোরণ ঘটানো হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
এ বিষয়ে প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রাব্বানী ফোন রিসিভ করেনি। এর আগে ২৬ ডিসেম্বর ও ২৯ ডিসেম্বরও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।