রিমিক্স নামে একটি ফিচার নিয়ে হাজির হয়েছে জনপ্রিয় ফটো শেয়ারিং অ্যাপ ইনস্টাগ্রাম। সম্প্রতি চালু হওয়া নতুন ফিচারটিতে দেখা যায় কোনো ব্যবহারকারী তার নিজস্ব রিলের পাশে অপর ব্যবহারকারীকে যুক্ত হওয়ার সুযোগ দিতে পারে। এটা অনেকটা টিকটকের ডুয়েট ফাংশনের মতো।
ইনস্টাগ্রামের নতুন এ রিমিক্স ফাংশনটিতে দেখা গেছে, ব্যবহারকারীরা কোনো রিল রিমিক্স করতে চাইলে রিলটির মেনুর তিনটি ডটে ক্লিক করে তাতে প্রবেশ করতে পারবে।