আবারো রোমান্স করবেন সুশান্ত-কৃতি

বিনোদন ডেস্ক : কিছুদিন আগেই মুক্তি পেয়েছে রাবতা সিনেমাটি। এ সিনেমায় রোমান্স করতে দেখা গেছে সুশান্ত সিং রাজপুত ও কৃতি স্যাননকে। পর্দার জনপ্রিয় এ জুটি ফের রোমান্স করতে দেখা যাবে। তবে এবার কোনো সিনেমায় নয়। একটি মিউজিক ভিডিওতে রোমান্স করবেন তারা।

এ প্রসঙ্গে একটি সূত্র ভারতীয় একটি সংবাদমাধ্যমে বলেন, ‘এ দুই অভিনয় শিল্পী পাস আও শিরোনামের একটি মিউজিক ভিডিওর শুটিং করেছেন। তিন দিন ধরে এর শুটিং করা হয়েছে। গানটি খুবই মজার এবং একটি উৎসবের আলোকে নির্মিত। এর জন্য একটি বিশাল সেট তৈরি করা হয়। এছাড়া এতে অনেক ড্যান্সার ছিল, যাদের মাধ্যমে একটি উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।’

সূত্রটি আরো বলেন, ‘সুশান্ত-কৃতি দুজনই সঠিকভাবেই তাদের নাচের দক্ষতা দেখিয়েছেন। নব্বইয়ের দশকে যে মিউজিক ভিডিও প্রকাশিত হতো এতে সেই ধরনের অনুভূতি ফিরিয়ে আনার চেষ্টা করা হয়েছে।’

জানা গেছে, মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন কোরিগ্রাফার ও নির্মাতা আহমেদ খান। এটি প্রযোজনা করেছেন টি-সিরিজের ভূষণ কুমার। তবে এ প্রসঙ্গে নির্মাতাদের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়া হয়নি।