আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনের বাকি আছে মাত্র চার দিন। এই মুহূর্তে হোয়াইট হাউস দখলের লড়াইয়ে এগিয়ে আছেন হিলারি ক্লিনটন। পিছিয়ে পড়েছেন ডোনাল্ড ট্রাম্প, যদিও কিছুদিন আগে তিনিই এগিয়েছিলেন।
ডেমোক্র্যাট রাজনীতিক তার প্রতিপক্ষ ডোনাল্ড ট্রাম্পের ৬.১ শতাংশ ভোটে এগিয়ে আছেন। ৪৮.৯ শতাংশ ভোটার বলছেন, তারা হিলারিকে সমর্থন করছেন। ৪২ দশমিক ৮ শতংশ ভোটার সমর্থন জানাচ্ছেন ডোনাল্ড ট্রাম্পকে।
সম্প্রতি বেসরকারি একটি প্রতিষ্ঠানের মাধ্যমে চীনকে হিলারি একটি ই-মেইল পাঠিয়েছেন বলে অভিযোগ ওঠার পর ট্রাস্পের জনপ্রিয়তা বেড়ে যায়। সেই সময় জনমত জরিপে দেখা যায়, ট্রাম্পের প্রতি সমর্থন কিছুটা বেড়ে যায়।
hillary
সে সময় এবিসি নিউজ ও ওয়াশিংটন পোস্টের জন্য পরিচালিত জনমত জরিপে দেখা যায়, ট্রাম্পের প্রতি জন সমর্থন বেড়ে দাঁড়িয়েছিল ৪৬ শতাংশ। হিলারির সমর্থন প্রতিপক্ষের চেয়ে কিছুটা কমে যায়।
এই জনমত চালানোর প্রক্রিয়া নিয়ে সেই সময় প্রশ্ন তুলেছিলেন ক্লিনটনের প্রচারকর্মীরা। এরপর থেকেই ডেমেক্র্যাটরা আবার অবশ্য জনসমর্থন ফিরে পেতে থাকে।