
বিশেষ সংবাদদাতাঃ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের দলের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শ. ম. রেজাউল করিমের বড় ভাই পিরোজপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ শেখ মো. আবুল বাশারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এক বিবৃতিতে তিনি শেখ মো. আবুল বাশারের রূহের মাগফিরাত কামনা এবং তার শোক-সন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান। উল্লেখ্য, শেখ মো. আবুল বাশার (৬৭) আজ (বুধবার) সকালে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।