আবুল হায়াতের শারীরিক অবস্থার উন্নতি

রাজধানীর ইউনাইটেড হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন প্রবীণ অভিনেতা, নির্মাতা আবুল হায়াতের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে।

করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চারদিন ধরে চিকিৎসা শেষে রোববার তাকে কেবিনে স্থানান্তর করা হয় এই প্রবীণ অভিনেতাকে।

৭৭ বছর বয়সী এ অভিনেতা জানান, আল্লাহর রহমতে আমি এখন ভালো আছি। প্যারামিটারগুলো ডেভলপ করে গেছে, বেটার আছি।

বুধবার রাতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। হার্টের পূর্ব জটিলতা থাকায় ও বয়সের কারণে বাড়তি সতর্কতা অবলম্বনের জন্য তাকে সিসিইউতে রাখা হয়েছিল।