
আন্তর্বর্তী সরকারের প্রতি আবেগের পরিবর্তে বিচক্ষণতার সঙ্গে সিদ্ধান্ত গ্রহণের আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সোমবার (১২ মে) আন্তর্জাতিক নার্স দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি বলেছেন, কোনো ঘটনার প্রেক্ষিতে আবেগতাড়িত হয়ে সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। সামনে কী আছে, তা দূরদৃষ্টিতে বিবেচনা করেই অগ্রসর হোন, না হলে দেশ বড় বিপদের মুখে পড়তে পারে।
দেশের আর্থসামাজিক উন্নয়নের চেয়ে অবকাঠামোতেই সরকারের অতিরিক্ত মনোযোগ রয়েছে বলে মন্তব্য করেন রিজভী। তিনি প্রশ্ন তুলে বলেন, উড়াল সেতু, মেগা প্রকল্প চিবিয়ে খাব নাকি? মানুষের মৌলিক চাহিদা পূরণ না করে শুধু কংক্রিটের উন্নয়ন দিয়ে দেশ এগোবে না।
তিনি বলেন, লুটপাট ও পাচারের অর্থ যদি দেশের স্বাস্থ্য খাতে ব্যয় হতো, তাহলে করোনার সময় এত অনিয়ম দেখা যেত না। স্বাস্থ্যখাতে যে অনিয়ম হয়েছে, তার নায়ক আজ কারাগারে।
নার্সদের প্রতি সমাজের দৃষ্টিভঙ্গি পরিবর্তনের আহ্বান জানিয়ে রিজভী বলেন, তাঁরা তিন শিফটে কাজ করেন, অথচ তাঁদের জন্য নেই আবাসনের সঠিক ব্যবস্থা। নিজের বেতন থেকেই বাসা ভাড়া দিতে হয়। চিকিৎসকদের পাশাপাশি নার্সদেরও প্রাপ্য সম্মান ও সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে।
নার্সদের পেশাকে মহিমান্বিত উল্লেখ করে তিনি বলেন, নার্সিং শুধু একটি পেশা নয়, এটি একটি সেবার মিশন। একজন নার্স রোগীর সেবা করেন ঠিক মায়ের মতোই। আমি নিজেও হাসপাতালে এই সেবার অভিজ্ঞতা পেয়েছি। ভাষায় প্রকাশ করা যায় না তাঁদের অবদান।
ভারতে চিকিৎসা নিতে যাওয়া বাংলাদেশিদের প্রসঙ্গে রিজভী বলেন, আমাদের দেশের ডাক্তার ও নার্সদের যদি পর্যাপ্ত সুযোগ-সুবিধা দিতাম, তাহলে এত ডলার খরচ করে ভারত যেত না কেউ। স্বাস্থ্যখাতে বিনিয়োগ বাড়ালেই জনগণের আস্থা ফিরবে দেশীয় চিকিৎসা ব্যবস্থার প্রতি।
আসন্ন বাজেটে স্বাস্থ্যখাতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার দাবি জানান বিএনপির এই নেতা। তিনি বলেন, স্বাস্থ্যসেবা কোনো বিলাসিতা নয়, এটি মানুষের মৌলিক অধিকার। অন্তর্বর্তী সরকারকে এখনই প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে।
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বিএনপি নেতা ডা. রফিকুল ইসলাম, কাদের গণি চৌধুরী, জাহানারা পারভিন, আব্দুস সাত্তার পাটোয়ারী, জাহিদুল কবির এবং ছাত্রদল নেতা তৌহিদুর রহমান আউয়াল।