আবেদন খারিজ বাড়ছে না ঐশীর সাজা

পুলিশের পরিদর্শক মাহফুজুর রহমান ও তার স্ত্রীকে হত্যা মামলায় তাঁদের মেয়ে ঐশী রহমানকে গ্রেফতার করে পলিশ। এ মামলায় রাষ্ট্রপক্ষের সাজা বাড়ানোর আবেদন খারিজ করে দিয়েছেন সুপ্রিম কোর্ট। একইসঙ্গে ঐশীকে এ মামলায় আপিল করার আদেশ দিয়েছেন আদালত।

আজ সোমবার দুপুরে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এ আদেশ দেন।

২০১৩ সালের ১৬ আগস্ট রাজধানীর মালিবাগের চামেলীবাগে নিজ বাসভবনে এই দম্পতিকে খুন করে তাদের মেয়ে ঐশী। এ ঘটনায় ২০১৩ সালের ১৭ আগস্ট নিহত মাহফুজুর রহমানের ছোট ভাই মো. মশিউর রহমান রুবেল পল্টন থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।