
নিজস্ব প্রতিবেদক : রাজধানী উত্তরায় কোটবাড়ি আব্দুল্লাহপুরের রেলক্রসিং সংলগ্ন টিনশেডের তিনটি বাড়িতে আগুন লেগেছে।
বৃহস্পতিবার রাত সোয়া ৭টার দিকে এ ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট কাজ করছে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে আসেছে।
ক্ষয়ক্ষতি পরিমাণ এখন জানা জায়নি। হতাহতের কোন রকম খবর জানায়নি ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার আতাউর রহমান ক্রাইমপেট্রোলবিডিকে বলেন, ‘টিনশেড বাড়ির একাধিক ঘরে আগুনের ঘটনা ঘটেছে। তবে প্রাথমিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।’