
রিপোর্টার: এ্যাড.মোঃ সিরাজুল ইসলাম ক্যামেরা: রেজাউর রহমান চৌধুরী: রাজধানী আব্দুল্লাপুর কোর্টবাড়ি রেললাইন সংলগ্ন বৃহস্পতিবার সন্ধ্যা আনুমানিক ৭.১০ ঘটিকায় ভয়াবহ আগ্নিকান্ডে পুড়েগেছে ৩০ টির ও বেশী টিনশেড বসত ঘর বাড়ি আগুনের লেলিহান শিখায় আশপাশের বিল্ডিং গুলো কালো দাগে ছুয়ে গেছে। এলাকার লোকজনের ধারনা ও প্রত্যক্ষ দর্শী মোঃ সাহাবদ্দিন জানান, মোমবাতির আথবা মসার কয়েল থেকে আগুনের সূত্রপাত ঘটতে পারে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট এসে অতি দ্রæত আগুন নিয়ন্ত্রনে আনেন।
ক্রাইমপেট্রোলের সংবাদাতা জানান, আগুন লাগার পরপর খবর পেয়ে তাৎক্ষনিক ছুটে আসেন দক্ষিন খান আদর্শ ইউনিয়নের চেয়ারম্যান বীর মুক্তি যোদ্ধা এস, এম তোফাজ্জল হোসেন এবং তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন । পুড়ে যাওয়া বাড়ির মালিক ও ভাড়াটিয়াদের উদ্দেশ্য দুঃখ প্রকাশ করে চেয়ারম্যান বলেন আল্লাহ আপনাদের রক্ষা করেছে যদি গভীর রাতে আগুন লাগত তাহলে আরও মানুষ হতাহতের ও ক্ষয় ক্ষতির আশংকা ছিল।
ভাগ্যভাল যে মহান আল্লাহ আপনাদের উপর অনেক রহমত করেছেন। আমি এস, এম তোফাজ্জল হোসেন আপনাদের পাশে আছি পাশে থাকব, অপনাদের দুঃখে আমি দুঃখী, আপনাদের সুখে আমি সুখী। বর্তমান সরকার জনগনের বিপদে সদাপ্রস্তুত থাকেন। আমার সাধ্যমত আপনাদেরকে সাহায্য ও সহগোগীতা করে যাব ইনশাল্লাহ। আপনারা আজ রাতে যে মাবেতর জীবনজাপন করবেন সে জন্য আমি গভীর ভাবে দুঃক্ষ প্রকাশ করছি।
ভয়াভহ অগ্নি কান্ডে আরও পরিদর্শন করেন দক্ষিনখান থানার ওসি তপনচন্দ্র তিনি বলেন, আইনশৃংখলা বাহিনি তাদের নিজনিজ দায়িত্ব পালন করে যাচ্ছেন। অগ্নিকান্ডের কথা শুনে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তরের ত্রান ও সমাজ কল্যান সম্পাদক এস. এম মাহাবুব ও ৫নং ওয়ার্ডের মেম্বার আঃ মোতালেব ও আন্যান্য নেতা কর্মী এবং তারা আগুনে পুরে যাওয়া ক্ষতিগ্রস্থদের খোজ খবর নেন। শেষ খবর পাওয়া পর্যন্ত পুড়ে যাওয়া বসত ঘড়ের ক্ষয় ক্ষতির পরিমান এখনো জানা যায়নি ।