আব্দুল্লাহ্পুর রেললাইনের পাশে নবজাতকের লাশ!

নাজমুল হকঃ রাজধানীর উত্তরা আব্দুল্লাহ্পুর রেললাইনের পাশে নবজাতকের লাশ! কে বা কারা ফেলে রেখেছে ফুটফুটে একটি ছেলের লাশ। মৃত শিশুটিকে নিয়ে জল্পনা কল্পনার যেন শেষ নেই। জটলা ধরে মহিলা পুরুষ ঘিরে আছে। বিভিন্ন লোকের বিভিন্ন মন্তব্য। কেউ কেই বলছে আশেপাশে দুই তিনটি মেডিকেল আছে, হয়তো বা কেউ লাশ মেডিকেল থেকে এনে ফেলে গেছে। আবার কেউ কেউ বলছে নবজাতকের জন্মের পর তাঁকে হত্যা করা হয়েছে, লাশটির নাকে মুখে রক্তের চিহ্ন দেখা যায়। সঠিক তথ্য কেউ জানাতে পারেনি। কখন রেখে গেছে কখন বা দেখা গেছে তা কেউ জানতে পারেনি। হায়রে নিয়তির শিশুটি এই পরিণতিতে মৃত্যু হলো। বাকীটা আল্লাহ্ ভালো জানেন। এই রিপোর্টটি লেখা পর্যন্ত কোন থানা পুলিশ মৃত শিশুটির কাছে আসেনি। শিশুটিকে কি দাফন-কাফন করা হবে? তা অনিশ্চিত হয়ে পড়েছে!