আব্দুল খালেক সভাপতি, সম্পাদক খালিদ মাহমুদ

‘বিসিএস ৮৪ ফোরামের’ কমিটি গঠন করা হয়েছে। এতে সাবেক সচিব মো. আবদুল খালেককে সভাপতি এবং অতিরিক্ত সচিব খালিদ মাহমুদকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

নরসিংদী ড্রিম হলিডে পার্কে শুক্রবার (৩০ জানুয়ারি) ‘বিসিএস ৮৪ ফোরামের’ পিকনিক শেষে এ কমিটি গঠন হয়।

বিসিএস ৮৪ ফোরামের প্রথম ভাইস চেয়ারম্যান হয়েছেন সাবেক অতিরিক্ত সচিব ডা. আমিন, দ্বিতীয় ভাইস চেয়ারম্যান সাবেক অতিরিক্ত আইজিপি মাহফুজুর রহমান, কোষাধক্ষ্য জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক সদস্য মো. সিরাজুল ইসলাম। এছাড়া ৪৬ জনকে কমিটির সদস্য করা হয়েছে।

উল্লেখ্য, বিসিএস ৮৪ ফোরামের সভাপতি আবদুল খালেক ফোরামের গত কমিটির ১নং সহ-সভাপতি ছিলেন। বর্তমানে তিনি অফিসার্স ক্লাব ঢাকার ট্রেজারার ও পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান। কর্মজীবনে তিনি চাঁদপুর ও যশোরের জেলা প্রশাসকের দায়িত্ব পালন করেছেন।