মেহেরপুর প্রতিনিধি:
আমঝুপি খামারের বীজ প্রসেসিং শ্রমিক চন্দ আলীর জানাযা ও দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার দুপুরে জানাযা শেষে আমঝুপি কবরস্থানে তাকে দাফন করা হয়।
গত ১৪ আগষ্ট সকাল ১১ টার দিকে আমঝুপি বীজ খামারে কাজ করার সময় বস্তার উপর থেকে পড়ে মারাত্মক অহত হয়। তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় । পরে চিকিৎসক তাকে ঢাকা পঙ্গু হাসপােোলে স্থানান্তর করেন। অবেশেষে দুেই সপ্তাহ চিকিৎসাধীন থাকার পর সোমবার রাত ৮টার দিকে তিনি মারা যান।
আমঝুপি ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন ও আমঝুপি বীজ খামারেরি উপপরিচালক মীর্জা শফিকুল ইসলাম তারা চাঁন্দালির পরিবারবর্গকে সান্তনা জানান এবং তার দুই সন্তানের ফার্মের চাকুরীর ব্যবস্থা করা হবে বলে আশ্বাস দেন ।