
এইচ এম কাওসার মাদবার বরগুনা থেকে: বরগুনা অামতলী উপজেলার অাড়পাঙ্গাশিয়া মাধ্যমিক বিদ্যালয়ে কোচিং বাণিজ্যের অভিযোগ পাওয়া গেছে।
স্কুলে সন্ধ্যা থেবে রাত ১০টা পর্যন্ত অালাদা ভাবে কোচিং ক্লাস নেয়া হয় বলে অভিযোগ একাধিক অভিভাবকের। অালাদা ভাবে কোচিং ক্লাস নেয়া হয় কেন? প্রশ্নোত্তরে প্রধান শিক্ষিকা অাফরোজা সুলতানা বলেন, ভালোভাবে পাঠদানের জন্য তবে কি ক্লাসে ঠিকঠাক ভাবে পাঠদান করা হয়না নাকি অর্থ হাতানোটাই মূল বিষয়। তবে ভালোভাবে ক্লাসে পড়ালে কোচিংয়ের প্রয়োজন হয়না বলে মন্তাব্য করেন সচেতন মহল।
স্কুলের ছাত্র-ছাত্রীকে জিজ্ঞাসাবাদ করা হলে তারা বলেন, স্কুলের প্রধান শিক্ষিকা বলেন, স্কুলে পড়তে হলে কোচিং বাধ্যতামূলক। এমনকি কোচিং ক্লাস না করলে প্রতি ক্লাসে শিক্ষকদের অতিরিক্ত ফি দিতে হয় ।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক অভিভাবকেরা বলেন, স্কুলের স্যারেরা কয় কোচিং করতেই হইবে না করলে পোলা মাইয়ারা পাস করবেনা। অাবার টিভিতে দেহি সরকারি অাদেশ কোচিং বন্ধ এহন কন মোরা কোনডা হুনমু? মোগো পোলাপাইন হেগো স্কুলে পড়ে স্যারগো কথা না হুনলে হেরা পোলাপাইনগো মোন্দ কতা কয় তাই বাধ্য হইয়া ধার দেনা কইরা পোলাপাইনদের কোচিংয়ে পাডাতে হয়।
অাড়পাঙ্গাশিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মাফরুজা সুলতানা, সহকারী শিক্ষক নিজাম উদ্দিন ও বহিরাগত অামিনুল ইসলাম ষষ্ঠ শেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত দেড় শতাধিক ছাত্র-ছাত্রীদের কচিং করান।
এ বিষয়ে প্রধান শিক্ষিকার কাছে যানতে চাইলে তিনি বলেন, অামরা ছাত্র-ছাত্রীদের ফ্রি পড়াই।
অাড়পাঙ্গাশিয়া ইউপি চেয়ারম্যান একেএম নুরুল হক বলেন, সরকার কোচিং বন্ধ করেছেন, কেহ সরকারী অাইন অমান্য করলে তার বিরুদ্ধে অাইনগত ব্যবস্থা নেয়া হবে।
অামতলী উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসের কর্মকর্তা অাকমল হোসেন বলেন বিষটি খোঁজ নিয়ে ব্যাবস্থা নেয়া হবে।