আমদাবাদ শহরে জলের নীচে রেস্তোঁরার সঙ্গে মানুষ পরিচিত হয়েছে

আমদাবাদ শহরে জলের নীচে রেস্তোঁরার সঙ্গে মানুষ পরিচিত হয়েছে বেশ কয়েক মাস আগে। কেরালার আলাপ্পুজা থেকে কাশ্মীরের ডাল লেকে জলে বাসও চলছে বহু দিন। তবে পুণেতে যা হতে চলেছে তা বেশ চমকপ্রদ। পুণে শহরে অনুষ্ঠিত হতে চলেছে পশ্চিম ভারতের সর্বপ্রথম আন্ডার ওয়াটার ফেস্টিভ্যাল। স্থলপথবেষ্টিত এই শহরে তৈরি করা হয়েছে একটি ‘সাবমেরিন প্লেগ্রাউন্ড’। এছাড়াও রয়েছে আরও চমক। আন্ডার ওয়াটার ফেস্টিভ্যালে থাকছে ভিন্ন ধরনের খেলা, যা হয়তো সহজে খেলার সুযোগ পাওয়া যাবে না। উদ্বোধনের আগেই চলুন ঘুরে আসা যাক পুণের ইয়েরাওয়াদা-র এই ফেস্টিভ্যাল।