
মাহফুজুর রহমান সোহাগ, শেরপুর ঃ আমন ধান কাটতে অস্থির কৃষক। কারন আমনের উফসী জাতের ফসল আগে বোপন করায় কৃষান-কৃষানী মাঠের অধিকাংশ রোপনকৃত পাকা আগাম ফসল ঘরে তোলতে ব্যস্ত হয়ে পড়েছেন শেরপুরের নালিতাবাড়ী উপজেলার কৃষান-কৃষানীরা। আমনের আগাম ফসলে হাসছে কৃষক।
কৃষি অফিস সূত্রে, এবারে নালিতাবাড়ী উপজেলায় আ
মন আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে
২২ হাজার ৯০ হেক্টর, অর্জিত হয়েছে ২১ হাজার ৭শ। এর মধ্যে দেশী পাইজাম, চিনিশাল, তুলশীমালা, কালিজিরাসহ রোপন হয়েছে ৯১৬০ হেক্টর, হাইব্রীড ৬৯০ হেক্টর ও উফসী জাতের ১১৮৫০ হেক্টর। কৃষক আঃ খালেক জানান, এবার আমন ফসল একরে সাড়ে ৩ থেকে ৪ হাজার টাকায় ধান কাটতে হচ্ছে। উপজেলা কৃষি অফিসার শরীফ ইকবাল বলেন, প্রাকৃতিক পরিবেশ পাচিং ও সার ব্যবস্থাপনা ভাল থাকায় এবার ফসল উৎপাদন ভাল হয়েছে।