
জেলা প্রতিবেদকঃ এক কোটি ৮০ লাখ টাকার হেরোইনসহ চাঁপাইনবাবগঞ্জে নাজির ইসলাম (২২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব।-৫। উদ্ধারকৃত হিরোইনের পরিমাণ ১ কেজি ৮০০ গ্রাম।
রবিবার (১১ এপ্রিল) দুপুরে সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের কাশিয়াডাঙ্গা নামক এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে র্যাব-৫।
আটক নাজির ইসলাম ওই উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের গোঠাপাড়া গ্রামের এবরান আলীর ছেলে।
রবিবার বিকেলে র্যাব-৫ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, র্যাব জানতে পারে, সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের কাশিয়াডাঙ্গা গ্রামের দুলাল হোসেনের আমবাগানের সামনে এক ব্যক্তি মাদকদ্রব্য বিক্রয় করছে। এমন তথ্যের ভিত্তিতে রোববার দুপুর উক্ত স্থানে অভিযান চালিয়ে হেরোইনসহ নাজিরকে আটক করা হয়।
এ ব্যাপারে সদর মডেল থানায় মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে বলে এ বিজ্ঞপ্তিতে জানানো হয়।