আমরণ অনশন শুরু করেছে সিএইচসিপি

নিজস্ব প্রতিবেদক : বৃহস্পতিবার সকাল থেকে রাজধানীর প্রেসক্লাবের সামনে এই আমরণ অনশন কর্মসূচি পালন শুরু করেছেন তারা। দাবি আদায় না হলে এ অনশন চলবে বলে সিএইচসিপি অ্যাসোসিয়েশনের নেতারা। চাকরির জাতীয়করণের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে পঞ্চম দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করার পর আজ থেকে আমরণ অনশন শুরু করেছে কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি)।

 

এসময় তারা বলেন, ‘আমরা ন্যায্য দাবির জন্য অবস্থান কর্মসুচি করেছি; কিন্তু সরকার আমাদের দাবি মেনে না নেওয়ায় আমরা অনশনে যেতে বাধ্য হয়েছি। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা প্রেসক্লাবের সামনে থেকে যাব না।’

বক্তারা আরো ব‌লেন, সারা দে‌শে ১৩ হাজার ৪৪২টি ক্লিনিক চালু আছে। আমরা সপ্তাহে ছয় দিন প্রতিটি ক্লিনিকে দৈনিক ৩০ থেকে ৪০ জন মানুষকে স্বাস্থ্যসেবা দি‌য়ে থা‌কি। সেই হিসাবে দৈনিক পাঁচ লাখের বেশি গ্রামীণ মানুষ এসব ক্লিনিকে প্রাথমিক স্বাস্থ্যসেবা পেয়ে থেকে। আমা‌দের অবস্থা‌নের কর্মসূচির কার‌ণে এখন ৫ লা‌খের বেশি গ্রা‌মীণ মানুষ এ সেবা থে‌বে ব‌ঞ্চিত হ‌চ্ছে। তাই সরকা‌রের কা‌ছে আকুল আ‌বেদন এ সব গ্রা‌মীণ মানুষ‌দের স্বাস্থ্যসেবা থে‌কে ব‌ঞ্চিত কর‌বেন না। আমা‌দের চাকরি জাতীয়করণ ক‌রে পুনরায় সেবা করার সু‌যোগ দিন।

গত ২৭ জানুয়ারি থে‌কে চাকরি জাতীয়কর‌ণের দা‌বি‌তে অবস্থান কর্মসূচি শুরু করেন তারা।