
এস.এম.মনির হোসেন জীবন: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, আমরা ইন্টারনেট ও ফেইসবুকের অপব্যবহার চাই না। এটিকে কঠোর হস্তে মনিটরিং করা দরকার। এটি রাষ্ট্রের দায়িত্ব। সরকার এবিষয়ে কাজ করছেন।
তিনি আরো বলেন, তথ্যপ্রযুক্তি আসার পর থেকে আমরা পিছিয়ে পড়ি। এখন থেকে ৫জি যুগে আমরা আর পিছিয়ে থাকবো না। ২০২১ সালের মধ্যে বাংলাদেশ ৫জি’তে পৌঁছে যাবো। বাংলাদেশের জন্য এটি একটি বড় ধরনের চ্যালেন্স।
আজ বুধবার বেলা ১১টায় রাজধানীর হোটেল র্যাডিসনে বেøা হল রুমে ‘আইটিইউ-বিটিআরসি এশিয়া-প্যাসিফিক রেগুলেটরস রাউন্ডটেবিল’ শীর্ষক বৈঠক ও ৫ দিনব্যাপী আন্তর্জাতিক সেমিনারের সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্যে শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।
‘আইটিইউ-বিটিআরসি এশিয়া-প্যাসিফিক রেগুলেটরস রাউন্ড টেবিল’ শীর্ষক ৫ দিনব্যাপী সম্মেলনে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিভাগের সচিব শ্যাম সুন্দর শিকদার, বিটিআরসির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জহুরুল হক, এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্জল সম্পর্কিত আইটিইউ’র আঞ্জলিক পরিচালক আইওয়ান করোইভুকি (রড়ধহর-শড়ৎড়রাঁশর), এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্জল এর টেলিকম সংস্থা এপিটি এর মহাসচিব মিস আরিওয়ান হাওরাংসি (গৎ. অৎববধিহ ঐধড়ৎধহমংর) সহ আইটিই’র বিভিন্ন দেশের শীর্ষ পর্যায়ের নেতারা এতে বক্তব্য রাখেন এবং বৈঠকে উপস্থিত ছিলেন।
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, এক সময় বাংলাদেশকে তলাহীন ঝুড়ির দেশ বলা হতো। সেই বাংলাদেশ এখন তথ্য, যোগাযোগ ও প্রযুক্তিখাতে ব্যাপক অবদান রাখছে। বাংলাদেশের জন্য সত্যিই এটি একটি গৌরবের বিষয়। বর্তমানে বাংলাদেশ হলো পৃথিবীর প্রথম দেশ।
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী আরো বলেন, ফেইসবুক আর বুগুলকে এ অবস্থা থেকে বের হয়ে আসতে হবে। ডিজিটাল নিরাপত্তা ব্যবস্থার পথ খুঁজের বের করতে হবে এবং তার সঠিক ব্যস্থা গ্রহন করতে হবে। অচিরেই তার বাস্তবায়ন করা হবে। একাজ করতে আগামী ২ থেকে ৩ মাস সময় লাগেবে। এজন্য আমরা নতুন নতুন তথ্যপ্রযুক্তি ব্যবহার করছি।
মন্ত্রী আরো বলেন, এ পরিস্থিতি পাল্টে দেওয়া হচেছ। এটি আমাদের জন্য একটি বড় ধরনের চ্যালেন্স। এবিষয়ে সরকারের পক্ষ থেকে একটি প্রকল্প গঠন করা হয়েছে। এটিকে এখন মনিটরিং করা হচেছ। বাংলাদেশের জনসংখ্যা একদিকে আমাদের সম্পদ। জনসংখ্যাকে কাজে লাগিয়ে প্রযুক্তি ব্যবহার করে আমাদেরকে আগামী দিনে এগিয়ে যেতে হবে। নীতিমাল বিষয় নিয়ে আলোচনা করা হবে।
তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, নতুন নতুন টেকনোলজির বিকাশ ঘটাতে হবে। বাংলাদেশ ইজ এ ডিটার মাইন্ড কান্ট্রি। গ্রেড ওয়ান্টারফুল বাংলাদেশ। নন ফর ইউ-অলসো গ্রিন-বিউটিফুল বাংলাদেশ।
টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার ডিজিটাল নিরাপত্তা বিষয় নিয়ে বলেন, এই ব্যবস্থাটিকে আমরা মনে করি পর্যাপ্ত না। সে কারণে টেলিকম বিভাগের মাধ্যমে ডিজিটাল নিরাপত্তা বিষয়ক প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। প্রকল্পটি শেষ করতে পারলে সম্পূর্ণভাবে কনটেন্ট ফিল্টারিং বা যাচাই-বাছাই করতে অচিরেই সক্ষম হবো।
গত ৬ থেকে ৭ আগষ্ট ২০১৮ রাজধানীর রেডিসন বøু ওয়াটার গার্ডেনে শুরু হয় ’’আইটিইউ-বিটিআরসি এশিয়া-প্যাসিফিক রেগুলেটরস রাউন্ড টেবিল’ শীর্ষক । এরপর একই ভেন্যুতে অনুষ্টিত হয়। উক্ত দু’টি অনুষ্টানে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্জল সহ আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়নের বিভিন্ন দেশ সমূহের রেগুলেটর প্রধান, সংস্থার প্রধান, অপারেটর, টেলিকম ও আইসিটি এক্রপার্ট সহ প্রায় ১৩০জন প্রতিনিধি ৫ দিন ব্যাপী পৃথক দু’টি সম্মেলনে অংশ গ্রহন করেন। ৫ দিন ব্যাপী সম্মেলনে ডিজিটাল ট্রান্সফর্মেশন-ডিজিটাল অর্থণীতির জন্য ইকো সিষ্টেম, ডিজিটাল কানেক্টিভিটি উন্নয়নের বাধাসমূহ এর প্রতিকার, নতুন তথ্যপ্রযুক্তির চ্যালেঞ্জ এবং এবিষয়ে নিয়ন্ত্রক সংস্থা সমূহের করনীয়,সবার জন্য ব্রডব্র্যান্ড সেবা,গ্রহকের ডাটার নিরাপত্তায় লিগ্যাল এবং রেগুলেটরি ফ্রমওয়ার্ক সহ বিভিন্ন নিয়মাবলী নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয় সেমিনারে।
এছাড়া এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্জলের টেলিকেম সংস্থার ১৮তম পলিসি ও রেগুলেটরি ফোরাম-২০১৮ এর সেমিনারে এ অঞ্জলের জন্য উচচ পর্যায়ের টেলিযোগাযোগ ও তথ্য যোগাযোগ প্রযুক্তি, রেগুলেটরি চ্যালেন্স, উদ্ভাবন বিষয় সংক্রান্ত পলিসি এবং রেগুলেটরি বিভিন্ন ইস্যুসমূহ নিয়ে আলোকপাত করা হয়।