
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী : ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ বলেছেন, আমরা কোনো কিছুর বিনিময়ে এ দেশ পাইনি। যুদ্ধ করে আমরা আমাদের দেশ অর্জন করেছি।
শনিবার দুপুরে রাজশাহী মেডিক্যাল কলেজের ডা. কাইছার রহমান চৌধুরী অডিটোরিয়ামে জাতীয় ভ্যাট দিবস ও সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, আমাদের দেশ আমাদেরকেই এগিয়ে নিতে হবে। এ জন্য ভ্যাট দিতে হবে। এই টাকায় দেশের অবকাঠামো নির্মাণ হবে। এর জন্য কারো মুখাপেক্ষি হওয়া যাবে না। আমরা নিজেদের টাকায় পদ্মাসেতু করতে পারলে, আরো বড় বড় প্রকল্পের কাজ করতে পারব।
রাজশাহীর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট এই অনুষ্ঠানের আয়োজন করে।
মন্ত্রী বলেন, ২০২১ সালের মধ্যে মধ্যমআয়ের বাংলাদেশ গড়তে হলে ভ্যাটের বিকল্প নেই। এখন জাতীয় আয়ের ৮৬ ভাগ আসে ভ্যাট থেকে। ভ্যাটের পরিমাণ বৃদ্ধি না করলেও ভ্যাট প্রদানের হার বাড়াতে হবে। তাহলেই নির্ধারিত সময়ের মধ্যে দেশ মধ্যমআয়ের দেশে পরিণত হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহীর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটরের কমিশনার মোয়াজ্জেম হোসেন। স্বগত বক্তব্য দেন অতিরিক্ত কমিশনার এ কে এম মাহবুবুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য ড. মাহবুবুর রহমান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার মুনির হোসেন, পুলিশের রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মাসুদুর রহমান ভূঁইয়া, রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) অতিরিক্ত কমিশনার সরদার তমিজ উদ্দিন আহমেদ, রাজশাহী কর অঞ্চলের কমিশনার দবির উদ্দিন ও রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মনিরুজ্জামান মনি।
অনুষ্ঠান শেষে সর্বোচ্চ মূল্য সংযোজন করদাতা (মূসক) হিসেবে রাজশাহী বিভাগের ৮ জেলার ১৮টি ব্যবসাপ্রতিষ্ঠানকে ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়।