আমরা গণতন্ত্রের কথা বলি কিন্তু চর্চা করি না: মির্জা ফখরুল

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা গণতন্ত্রের কথা বলি কিন্তু গণতন্ত্রের চর্চা করি না। এ দেশে গণতন্ত্রকে বারবার হত্যা করার চেষ্টা করা হয়েছে; কিন্তু গণতান্ত্রিক প্রতিষ্ঠান তৈরি হয়নি। তবে এখন নিজেদের মতো দেশ গড়ার সুযোগ এসেছে, ছাত্র-জনতা সেই সুযোগ আমাদের করে দিয়েছে।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বাংলাদেশে পরপর গণতন্ত্রকে হত্যা করার চেষ্টা করা হয়েছে। ফলে এখানে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো তৈরি হয়নি। আমরা রাজনৈতিক দলগুলো পরস্পর পরস্পরের সঙ্গে বিরোধে লিপ্ত হয়েছি; কিন্তু সহনশীলতার মধ্যে দিয়ে গণতন্ত্রকে চর্চার করে আমরা এগিয়ে যেতে পারি তাহলে আমরা গণতন্ত্রকে লাভ করতে পারব, অধিকারকে অর্জন করতে পারব।

শুক্রবার বেলা সাড়ে ১১টায় দিনাজপুর সরকারি কলেজের অর্থনীতি বিভাগের ৫০ বছর পূর্তি উপলক্ষে সুবর্ণজয়ন্তী ও গুণীজন সম্বর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন। তিনি এক সময় এ কলেজের অর্থনীতি বিভাগের শিক্ষক ছিলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর দিনাজপুর সরকারি কলেজে তার শিক্ষকতা জীবন উল্লেখ করে বলেন, স্বাধীনতার পরেও সেই সময় একটি সৃজনশীল কাজ করা যেত- সেরকম পরিবেশ ছিল। আজকে আমরা যারা রাজনীতি করছি, তাদের ব্যর্থতা আছে। আমরা স্বাধীনতার ৫২-৫৩ বছরেও বাংলাদেশকে একটি সুখী-সমৃদ্ধ, শান্তিময়, প্রেমময়, ভালোবাসাময় একটা দেশ গড়তে পারলাম না। আমরা রাজনীতি নিয়ে সংকীর্ণতায় ভোগী। আমরা নৈতিকতার সর্বনিম্ন পর্যায়ে চলে গেছি। যে জাতি হিসেবে আমাদের গর্ব করে কথা বলার কথা, সেই গর্বিত জাতি হিসেবে কিছুদিন আগেও আমরা সেটা বলতে পারিনি। এখন আবার সেই আশা জেগে উঠেছে আমাদের মাঝে। আমরা আবার একটা স্বপ্ন দেখতে শুরু করেছি। সেই স্বপ্নটি হচ্ছে সত্যিকার অর্থে স্বাধীনতার ঘোষক শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে স্বপ্ন দেখেছিলেন যে একটা সুখী, সুন্দর, প্রেমময়, গণতান্ত্রিক সমৃদ্ধ বাংলাদেশ। সেই বাংলাদেশকে নির্মাণ করবার আমরা চেষ্টা করেছি।

দিনাজপুর সরকারি কলেজের অর্থনীতি বিভাগের চেয়ারম্যান অর্থনীতি বিভাগের প্রধান প্রফেসর জাহেদা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- ঠাকুরগাঁও সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আনম গোলাম রব্বানী, দিনাজপুর সরকারি মহিলা কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আব্দুল জব্বার, দিনাজপুর সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আব্দুল কাইয়ুম, নীলফামারী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. মাহবুবুর রহমান।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- দিনাজপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর একেএম আল আব্দুল্লাহ, উপাধ্যক্ষ প্রফেসর আইয়ুব আলী, দিনাজপুর সরকারি কলেজের অর্থনীতি বিভাগের সাবেক শিক্ষক প্রফেসর. ড. আব্দুর রাজ্জাক, সাবেক শিক্ষার্থী মতিউর রহমান প্রমুখ।

স্বাগত বক্তব্য রাখেন দিনাজপুর সরকারি কলেজের অর্থনীতি বিভাগের সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর মো. ইদ্রিস মিয়া।

উল্লেখ্য, মির্জা ফখরুল ইসলাম আলমগীর ১৯৭২ সাল থেকে ১৯৭৭ সাল পর্যন্ত দিনাজপুর সরকারি কলেজের অর্থনীতি বিভাগে শিক্ষকতা করেন।