আমরা চাঁদাবাজদের শাস্তি দিচ্ছি আবার মনোনয়নও দিচ্ছি এটা সাংঘর্ষিক: গয়েশ্বর চন্দ্র

উত্তরা প্রতিনিধি : ঢাকা, ২৪ নভেম্বর ২০২৫ (সোমবার) : রাজধানীর একটি ক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রসমাজ আয়োজিত “রাষ্ট্র কাঠামোর মেরামতের ৩১ দফা বাস্তবায়ন আলোকে রাষ্ট্র গঠনের চিন্তাশীল তারুণ্যের ভাবনা” শীর্ষক উপস্থাপনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়। প্রধান বক্তা ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন।

সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব হাজী মোস্তফা জামান।

এছাড়া বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম কফিল উদ্দিন আহমেদ, আফাজ উদ্দিন আফাজ, ডা. মো. আমিরুল ইসলাম (পিএইচডি) এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আবিদুল ইসলাম খান।

বিশেষ আলোচকদের বক্তব্য ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম কফিল উদ্দিন আহমেদ বলেন,“ঢাকা-১৮ আসনে কোনো চাঁদাবাজ বা বিতর্কিত ব্যক্তিকে বিএনপি মনোনয়ন দেবে না। আমরা চাই যোগ্য ও সৎ ব্যক্তিকে মনোনয়ন দেওয়া হোক, যাতে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারে।”

প্রধান বক্তা মোস্তাফিজুর রহমান সেগুন বলেন,“আমি ছাড়ের রাজনীতি করি। ঢাকা-১৮ একটি ঐক্যবদ্ধ আসন, এবং সবাই মিলে এক হয়ে কাজ করবো।”

সভাপতির বক্তব্যে মোস্তফা জামান বলেন,“ঢাকা-১৮ আসন ইতিমধ্যেই ঐক্যবদ্ধ। ঐক্যবদ্ধ থেকে সব চ্যালেঞ্জ মোকাবিলা করবো। জনগণের ভোটের মাধ্যমে বিএনপি আবার রাষ্ট্রক্ষমতায় আসবে—এটাই আমাদের বিশ্বাস।”

প্রধান অতিথির বক্তব্য বাবু গয়েশ্বর চন্দ্র রায় বলেন, “আমরা সনাতনী ধর্মে বড় হয়েছি, কিন্তু প্রযুক্তির অগ্রগতির সঙ্গে সমাজ অনেক বদলে গেছে। তরুণদের নিয়ে এমন আয়োজন করার জন্য ফ্লাই বুককে ধন্যবাদ জানাই।”

তিনি আরও বলেন,“এই দেশে প্রতিটি বড় পরিবর্তনের পিছনে ছাত্র সমাজের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। ১৯৫২-এর ভাষা আন্দোলন, ৬২-এর শিক্ষা আন্দোলন, ৬৯-এর গণঅভ্যুত্থান—সব আন্দোলনই ছাত্রদের নেতৃত্বে সফল হয়েছে।”

তিনি বর্তমান রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে বলেন, “জনগণ কোন দিকে যাবে সেটা গুরুত্বপূর্ণ। আমরা চাঁদাবাজদের শাস্তি দিচ্ছি আবার মনোনয়নও দিচ্ছি এটা সাংঘর্ষিক। এ প্রবণতা বন্ধ করতে হবে।”

গয়েশ্বর রায় ৭১-এর ঘৃণ্য ঘটনার স্মরণ করে বলেন,“যারা মা-বোনের ইজ্জত নষ্ট করেছিল তারা এখন আমাদের নতুন সবক শুনায়। আগের ফ্যাসিস্ট সরকারের আমলে দেশে কোন কার্যকর বিরোধী দল ছিল না।”

তিনি বলেন,“বাংলাদেশে একটি শক্তিশালী বিরোধী দল থাকা অত্যন্ত জরুরি।”নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন “ঐক্যবদ্ধ থাকুন, সংগঠনকে শক্তিশালী করুন।”

তরুণদের আইটি প্রশিক্ষণে ফ্লাই বুককে ধন্যবাদ

অনুষ্ঠানে গয়েশ্বর রায় তরুণদের তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ প্রদানের জন্য ফ্লাই বুককে বিশেষ ধন্যবাদ জানান এবং প্রযুক্তিনির্ভর দক্ষতা অর্জনে তরুণদের উৎসাহিত করেন।