আমরা চাই আপনারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করুন

নিজস্ব প্রতিবেদক : শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে মালিক কর্তৃক পরিবহন শ্রমিকদের নিয়োগপত্র প্রদানসহ ১২ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত পরিবহন শ্রমিক সমাবেশ থেকে এ কথা বলা হয়। সমাবেশের আয়োজন করে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগ। বিএনপিকে নির্বাচনে অংশগ্রহণের আহ্বান জানিয়ে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ বলেছেন, ‘আমরা চাই আপনারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করুন। আপনাদের জনপ্রিয়তা যাচাই করুন। গত নির্বাচনের মতো বিনা প্রতিদ্বন্দ্বিতায় আমরা জিততে চাই না। ফাঁকা মাঠে গোল দিতে চাই না। আমরা খেলে গোল দিতে চাই। খেলে আপনাদের পরাজিত করতে চাই।’

হাছান মাহমুদ বলেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় গেলে শ্রমিকদের ভাগ্যের উন্নয়নের জন্য কাজ করে। আর বিএনপি পেট্রোল বোমা মেরে শ্রমজীবী মানুষকে পুড়িয়ে মারে। এখন তারা বলছে, খালেদা জিয়ার সাজা হলে দেশে আবার আগুন জ্বলবে। তারা আবার মানুষের ওপর পেট্রোল বোমা নিক্ষেপ করবে। এবার পেট্রোল বোমা নিক্ষেপ করলে পরিবহন শ্রমিকেরা বসে থাকবে না। বরং তাদেরই আগুনে জ্বলতে হবে।’

তিনি বলেন, ‘খালেদা জিয়া কয়েকদিন আগে আদালতে হাজিরা দিতে গেলেন। আদালত থেকে ফেরার পথে হাইকোর্টের সামনে তার নেতা-কর্মীরা পুলিশের ওপর হামলা চালিয়ে ফিল্মি স্টাইলে আসামি ছিনতাই করেছে। পুলিশের রাইফেল ছিনিয়ে নিয়েছে। এরপর পুলিশ ভিডিও ফুটেজ দেখে তাদের গ্রেপ্তার করছে। অথচ বিএনপি বলছে, নির্বাচন বন্ধ করার জন্য অথবা বিএনপি যেন নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে সেজন্য তাদের নেতা-কর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে। পুলিশের ওপর হামলা করে অস্ত্র, আসামি ছিনিয়ে নিলে পুলিশ কি তাদের গ্রেপ্তার করতে পারবে না?’

হাছান মাহমুদ বলেন, ‘এটা কোন দেশের আইন, কী ধরনের আবদার? সন্ত্রাসী, হামলাকারীদের গ্রেপ্তার করা হচ্ছে। বিএনপিকে নির্বাচন থেকে বিরত রাখার জন্য কোনো গ্রেপ্তার হচ্ছে না।’

আগামী জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকবেন। বর্তমান সরকারই নির্বাচনকালীন সরকারের দায়িত্ব পালন করবেন বলে জানান হাছান মাহমুদ। এদিকে শ্রমিকদের আনা ১২ দফা দাবির সঙ্গে সংহতি প্রকাশ করেন তিনি।

সংগঠনের সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন শ্রম ও জনশক্তিবিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, সংগঠনের সাধারণ সম্পাদক ইনসুর আলী, আবুল কালাম আজাদ, কে এম আযম খসরু, ফরিদ আহমেদ, শাহাদাত হোসেন টয়ন প্রমুখ।