‘আমরা বাংলাদেশ রক্ষা করবো, এই সংবিধানকে রক্ষা করবো’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন বলেছেন, মারা যাবো, আমাদেরকে মেরে ফেলবে তো। এরপর তিনি সংবিধান উঁচিয়ে ধরে বলেন, এই সংবিধানকে আমরা রক্ষা করব। এই বাংলাদেশ আমরা রক্ষা করব। এই মুক্তিযুদ্ধকে আমরা রক্ষা করব।

শুক্রবার ২৯ আগস্ট কারাগারে যাওয়ার আগে আদালত প্রাঙ্গণে সংবিধান উঁচিয়ে ধরে তিনি এসব কথা বলেন।

রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) থেকে আটক সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন, সাংবাদিক মঞ্জুরুল আলম পান্নাসহ আটক ১৬ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় শুক্রবার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

এদিন আদালত প্রাঙ্গণ থেকে পুলিশি হেফাজতে নিয়ে যাওয়ার সময় সাংবাদিকরা পরিচয় জানতে চাইলে তিনি বলেন, তার নাম শেখ হাফিজুর রহমান কার্জন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক।

সংবাদিকরা বিচারের বিষয়ে প্রশ্ন করলে তিনি বলেন, মারা যাবো তো আমরা, মেরে ফেলবে আমাদের। আমরা সন্ত্রাসের শিকার।আমাদের জেলে নিয়ে যাচ্ছে। এখানে পুলিশ, আদালত কেউ আমাদের ন্যায় বিচার দেয় নাই। আমরা কোনো ন্যায় বিচার পাই নাই।

এসময় তিনি সংবিধান উঁচিয়ে ধরে বলেন, এই সংবিধানকে আমরা রক্ষা করবো, এই বাংলাদেশকে আমরা রক্ষা করবো, মুক্তিযুদ্ধকে আমরা রক্ষা করবো।