আমরা লিখিতভাবে ইসির কাছে ১১টি দাবি জানান হয়েছে

নিজস্ব প্রতিবেদক : একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন ঘোষণার আগে সংসদ ও মন্ত্রিপরিষদ ভেঙে দেওয়া, তত্ত্বাবধায়ক সরকার ও বিচারিক ক্ষমতাসহ সেনাবাহিনী মোতায়েনের দাবি জানিয়েছে বাংলাদেশ মুসলিম লীগ (বিএমএল)।

সোমবার বেলা ১১ টায় রাজধানীর আগারগাঁওস্থ নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে তারা এই দাবি জানায়। দলটির সভাপতি এ এইচ কামরুজ্জামান খানের নেতৃত্বে ১০ সদস্যের প্রতিনিধি বৈঠকে উপস্থিত ছিলেন।

এক প্রশ্নের জবাবে দলটির মহাসচিব শেখ জুলফিকার বুলবুল বলেন, সেনা মোতায়েনের ব্যাপারে সিইসি বলেছেন সেনা মোতায়েনে পক্ষে-বিপক্ষে মত এসেছে। আমরা পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা নেব।

বৈঠক শেষে জুলফিকার চৌধুরী বলেন, ‘আমরা লিখিতভাবে ইসির কাছে ১১টি দাবি জানিয়েছি। আমরা নির্বাচনের তারিখের ৩০ দিন পূর্বে ও নির্বাচনের পরের ১৫ দিন পর্যন্ত বিচারিক ক্ষমতাসহ সেনা মোতায়েন রাখার কথা বলেছি। কেন্দ্রে গিয়ে ভোটাররা যাতে অবাধে ভোট দিতে পারেন তা নিশ্চিত করা, কালো টাকা ও পেশীশক্তিমুক্ত নির্বাচন করা, নিরপেক্ষ স্থানে ভোট কেন্দ্র স্থাপন করা, কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করা, প্রকাশ্যে ভোট গণনা শেষে প্রত্যেক প্রার্থীর এজেন্টের স্বাক্ষর নিয়ে ভোটের ফলাফল প্রকাশ করার প্রস্তাব দিয়েছি।’

এ ছাড়া প্রত্যেক নিবন্ধিত দল যাতে নির্বাচনে অংশ নিতে পারে তার পরিবেশ নিশ্চিত করা, নির্বাচনের পূর্বে কমপক্ষে এক বছর আগে সবার জন্য সমান সুযোগ-সুবিধা নিশ্চিত করা, নির্বাচনে বিশেষ কোনো রাজনৈতিক দলকে সরকারি সুযোগ-সুবিধা ব্যবহার করে রাজনৈতিক প্রচারণা চালানো থেকে বাধ্যতামূলকভাবে বিরত রাখা অথবা জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে সক্ষম ও ইচ্ছুক প্রত্যেক নিবন্ধিত রাজনৈতিক দলকে সমান সরকারি সুযোগ-সুবিধা ব্যবহার করে নির্বাচনী প্রচারণা চালানোর ব্যবস্থা নিশ্চিত করা, প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষকারী বাহিনীকে জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে সম্পূর্ণ দল নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের পরিবেশ নিশ্চিত করা, নেতা-কর্মীদের বিরুদ্ধে দায়ের সকল রাজনৈতিক মামলা নির্বাচনের তারিখের অন্তত ৩ মাস আগে প্রত্যাহার করা।

এদিকে বিকেল ৩টায় খেলাফত মজলিশের সঙ্গে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন।