আমলার ব্যাটসম্যান হিসেবে টেস্টে ৮ হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন

ক্রীড়া ডেস্ক : মার্ক উডের শর্ট বলটা স্কয়ার লেগ দিয়ে চার হাঁকালেন হাশিম আমলা। দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান সঙ্গে সঙ্গে ছুঁয়ে ফেললেন দারুণ এক মাইলফলক।

মাত্র চতুর্থ দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান হিসেবে টেস্টে ৮ হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন আমলা।

মাইলফলক ছুঁতে শুক্রবার শুরু ট্রেন্ট ব্রিজ টেস্টে আমলার প্রয়োজন ছিল মাত্র ৮ রান। ব্যক্তিগত ৬ রান থেকে ইংলিশ পেসার উডকে ওই চার হাঁকিয়ে মাইলফলক স্পর্শ করেন ৩৪ বছর বয়সি ডানহাতি ব্যাটসম্যান।

দক্ষিণ আফ্রিকার হয়ে টেস্টে সবচেয়ে বেশি রান জ্যাক ক্যালিসের। ১৬৫ টেস্টে ১৩ হাজার ২০৬ রান করেন প্রাক্তন অলরাউন্ডার। পাঁচ অঙ্ক ছুঁতে পারেননি আর কেউ। ১১৬ টেস্টে ৯ হাজার ২৬৩ রান প্রাক্তন অধিনায়ক গ্রায়েম স্মিথের। এবি ডি ভিলিয়ার্স ১০৫ টেস্টে করেছেন ৮ হাজার ৭৪ রান। আমলা ৮ হাজার ছুঁলেন ১০৫তম টেস্টে।