ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির মৃত্যুর পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রতিক্রিয়া জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও জুলাই অভ্যুত্থানের অন্যতম নেতা মাহফুজ আলম।
আজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে দেওয়া ওই পোস্টে মাহফুজ বলেছেন, ‘শহীদ ওসমান হাদী জিন্দাবাদ। ইনকিলাব জিন্দাবাদ।’
পোস্টে তিনি শহীদি মৃত্যুর আকাঙ্ক্ষা প্রকাশ করে আরও বলেন, আমাদের ও যেন শহীদি মৃত্যু হয়। আমৃত্যু যেন আমরা জুলাইয়ের পক্ষে লড়াই চালিয়ে যেতে যেতে শহীদ হই।


