ক্রীড়া প্রতিবেদক : সিরিজ নির্ধারণী ম্যাচে আফগানিস্তানকে নিজেদের সামনে দাঁড়াতে দেয়নি বাংলাদেশ। ২৮০ রান তাড়া করতে নেমে বাংলাদেশের বোলিং তোপে আফগানিস্তান গুটিয়ে যায় ১৩৮ রানে।
ব্যাট হাতে ১১৮ রানের ইনিংস খেলে বাংলাদেশকে একাই ম্যাচ জিতিয়েছেন তামিম ইকবাল। একই সঙ্গে ২১৮ রানের ইনিংস খেলে তামিম ইকবাল পেয়েছেন সিরিজ সেরার পুরস্কার।
বাংলাদেশ সিরিজ জেতায় তামিম ইকবাল বেশ খুশি। তবে প্রথম দুই ম্যাচের ফল নিয়ে কিছু অসন্তুষ্ট মনে হল তাকে। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে তামিম বলেন, ‘ওদের বিপক্ষে আমাদের এভাবেই জেতা উচিত ছিল। হয়ত প্রথম দুই ম্যাচে পারিনি। কিন্তু এভাবেই আমাদের খেলা উচিত ছিল। আমরা আজ অনেক ভালো ক্রিকেট খেলেছি।সিরিজ নির্ধারণী ম্যাচ ছিল। আমাদের জিততেই হত। সামনে এটা বড় সিরিজ আছে। এ জয়ে সবার একটু হলেও আত্মবিশ্বাস ফিরে আসছে।’
নিজেরা প্রত্যাশামাফিক ফল পায়নি বলে তামিম কোনোভাবেই আফগানিস্তানের পারফরম্যান্সকে খাঁটো করে দেখছেন না। তামিমের ভাষ্য, ‘নো ডাউট ওরা ভালো ক্রিকেট খেলেছে। ওদের কাছ থেকে ফিরিয়ে নেওয়ার কিছু নেই। ওরা অবিশ্বাস্য ক্রিকেট খেলেছে।’
প্রথম ম্যাচ জয়ের পর আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে হারের তিক্ত স্বাদ পায় বাংলাদেশ। শেষ পর্যন্ত দাপট দেখিয়ে সিরিজ ২-১ ব্যবধানে জিতে নেয় বাংলাদেশ। আগামী ৭ অক্টোবর থেকে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ শুরু হবে বাংলাদেশের।