কথায় আছে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর ৷ আর সেই প্রিভেশনের চাবিকাঠি যদি থাকে আপনার রান্নাঘরেই তাহলে তো কথাই নেই ৷ যত সময় এগোচ্ছে, ততই বদলে যাচ্ছে আমাদের দৈনন্দিন জীবনযাপন৷ বিজ্ঞান ছুটছে, সঙ্গে ছুটছি আমরাও ৷ আর তাই তো লাইফস্টাইলের নানারকম ফাঁদে পড়ে, মাঝে মধ্যেই সম্মুক্ষীন হচ্ছি, মারণরোগে ! কিন্তু জানেন কি? একটু সচেতন থাকলেই, জীবনযাপনটা একটু বদলে নিলেই আর নো চাপ !
আমাদের চারপাশে রয়েছে এমন কিছু জিনিস, যা দিয়ে সহজেই কুপোকাৎ করা যাবে ক্যানসারকে ৷ আর যার মধ্যে রসুন কিন্তু খুবই উপকারী৷ প্রত্যেকদিন সকালে উঠে খালি পেটে এক কোয়া করে কাঁচা রসুন খান ৷ রসুনের মধ্যে থাকা উপকারী জিনিস, ক্যানসার রোগ হওয়া থেকে শরীরকে বাঁচিয়ে রাখে ৷তবে শুধু ক্যানসারই নয়, রসুন অনেক রোগ থেকেই দূরে রাখে শরীরকে ৷যাঁদের মধ্যে ঠান্ডা লাগার ঝোঁক বেশি, সকালে উঠে খালি পেটে রসুন খেতে পারেন৷বাতের ব্যথা থেকে আরাম পাওয়ার জন্য সরষের তেলে রসুন দিয়ে গরম করে ব্যথার জায়গায় মাখুন ৷ দেখবেন আরাম পাবেন ৷দাঁতের ব্যথায় রসুনের রস লাগিয়ে রাখুন ৷ জলদি আরাম পাবেন ৷রসুন খেলে মুখে বাজে গন্ধ হয় ৷ কিন্তু জানেন কি? এক বা দু’কোয়া রসুন খেয়ে ভালো করে দাঁত মেজে নিলে দাঁত হয় ঝকঝকে !গলা ব্যথায় ভুগছেন? সরষের তেলের সঙ্গে রসুন মিশিয়ে হালকা গরম করে গলায় লাগিয়ে দিন ৷ ব্যথা কমে যাবে ৷এছাড়াও, রক্তচাপ নিয়ন্ত্রণে রসুন খুবই উপকারী !