আমাদের ঢাকা, আমাদের ঐতিহ্য’ স্লোগানে নির্বাচনী ইশতেহার প্রকাশ তাপসের

বিশেষ প্রতিবেদক: ‘আমাদের ঢাকা, আমাদের ঐতিহ্য’ স্লোগানে নির্বাচনী ইশতেহার প্রকাশ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। বুধবার (২৯ জানুয়ারি) দুপুর সোয়া ১২টায় রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এ ইশতেহার প্রকাশ করা হয়

আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আমির হোসনে আমু, মোস্তফা হোসেন পল্টু, যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, সংসদ সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ, দক্ষিণের সভাপতি আবু আহমেদ মান্নাফিসহ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।

বিস্তারিত আসছে…