‘আমাদের মধ্যে ঝগড়া নেই’

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের সঙ্গে শ্রদ্ধা কাপুরের স্নায়ুযুদ্ধ চলছে। এ খবর বেশ কিছুদিন ধরেই বলিপাড়ায় উড়ছে। কিন্তু সম্প্রতি শ্রদ্ধা জানিয়েছেন, তার সঙ্গে আলিয়ার কোনো দ্বন্দ্ব নেই।

এ প্রসঙ্গে শ্রদ্ধা কাপুর বলেন, ‘আলিয়ার কাজ আমি খুবই পছন্দ করি। যখনই ওর সঙ্গে দেখা হয়, তখন আমরা আড্ডা মারতে বসে যাই। এসব রেষারেষির গল্প মিডিয়া তৈরি করেছে। আমাদের মধ্যে কোনো ঝগড়া নেই।’

শ্রদ্ধা এমন বক্তব্য দিলেও নতুন করে খবর চাউর হয়েছে, ‘উড়তা পাঞ্জাব’র পর সবাই আলিয়াকে শুভেচ্ছা পাঠালেও শ্রদ্ধা তাকে কোনো শুভেচ্ছা বার্তা পাঠায়নি। আলিয়ার পরবর্তী সিনেমা ‘ডিয়ার জিন্দেগি’ নিয়েও শ্রদ্ধার কোনো উৎসাহ দেখা যায়নি বলেও ভারতীয় একটি সংবাদমাধ্যম খবর প্রকাশ করেছে।

‘এক ভিলেনে’ সিনেমার পর সিদ্ধার্থ মালহোত্রা ও শ্রদ্ধাকে নিয়ে আরেকটি সিনেমা নির্মাণের কথা হয়েছিল। কিন্তু ‘এক ভিলেনে’ সিনেমার শুটিংয়ের সময় শ্রদ্ধা-সিদ্ধার্থর ঘনিষ্ঠতা খুব একটা ভালো চোখে দেখেননি আলিয়া। যার ফলে পরবর্তী সিনেমাটি আলিয়ার মধ্যস্থতায় বন্ধ হয়ে যায়। আর আলিয়া-শ্রদ্ধার দ্বন্দ্বের শুরু এখান থেকেই।