‘আমার কোনো টেনশন নেই’

বিনোদন প্রতিবেদক : ঢাকাই চলচ্চিত্রের নবাগত চিত্রনায়িকা দিপালী আক্তার তানিয়া। অনন্য মামুন পরিচালিত ‘ব্ল্যাক মেইল’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন তিনি। এরপর ‘বাজে ছেলে দ্য লোফার’ ও ‘আমি তোমার হতে চাই’ সিনেমা মুক্তি পায়। এবার ‘আমার কোনো টেনশন নেই’ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন বলে জানান দিপালী।

বশির আহমেদ পরিচালিত এ সিনেমায় দিপালীর বিপরীতে অভিনয় করছেন নবাগত এক চিত্রনায়ক। এ ছাড়া ঢাকাই চলচ্চিত্রের অনেকে এ সিনেমায় অভিনয় করবেন বলেও জানান তিনি।

এ প্রসঙ্গে দিপালী বলেন, ‘গতকাল নতুন সিনেমায় সাইন করেছি। সিনেমাটির গানের রেকর্ডিংয়ের কাজ চলছে। আগামী ১০ জুন দৃশ্যধারণের কাজ শুরু হবে। আপাতত এটুকুই জানি।’

এ ছাড়া কামরুল ইসলাম পরিচালিত ‘দরবার’ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন দিপালী। এ সিনেমায় তার বিপরীতে অভিনয় করবেন চিত্রনায়ক সাইমন সাদিক। সিনেমাটির কাজ খুব শিগগির শুরু হওয়ার কথা রয়েছে বলে জানান দিপালী।

রুপালি ভুবনে নতুন হলেও ছোটপর্দায় ২০০৫ সাল থেকে কাজ করছেন দিপালী। ‘রমিজের আয়না’, ‘বৈশাখ থেকে শ্রাবণ’, ‘কাননে কুসুম কলি’, ‘পাটি গণিত’, ‘হৈ হৈ রৈ রৈ’, ‘ঘোড়ার ডিম’, ‘সাতকাহন’ধারাবাহিক নাটকসহ ৪০টির বেশি নাটকে অভিনয় করেছেন এই অভিনেত্রী। তবে এখন ছোটপর্দা নয়, বড়পর্দার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি।