আমার কোনো সমস্যা নেই?

বিনোদন ডেস্ক :অভিনেত্রী ফাতিমা সানা শেখ। দঙ্গল সিনেমায় আমির খানের মেয়ের ভূমিকায় অভিনয় করেন তিনি। এবার থাগস অব হিন্দুস্তান সিনেমায় আমির খানের বিপরীতে অভিনয় করবেন এ অভিনেত্রী।

প্রথম সিনেমায় মেয়ে ও পরবর্তী সিনেমায় আমিরের নায়িকা। বিষয়টি অনেকেই অন্যভাবে দেখছেন। ভারতীয় একটি সংবাদমাধ্যমে এ বিষয়ে নিজের বক্তব্য জানান সানা।

এ প্রসঙ্গে ফাতিমা সানা শেখ বলেন, ‘আমি জানি মানুষ এভাবেই বিষয়টি ভাববে। দিন শেষে আমি একজন অভিনয়শিল্পী। আমি যদি দঙ্গল সিনেমায় অভিনয় না করতাম, আর আমাকে যদি আমির স্যারের বিপরীতে অভিনয়ের প্রস্তাব দেয়া হতো, আমি অবশ্যই হ্যাঁ বলতাম। এমনকি এখনো আমাকে যদি শাহরুখ খানের বিপরীতে অভিনয় করতে বলা হয়, আমি রাজি হবো।’

তিনি আরো বলেন, ‘আপনি যাদের অভিনয় দেখে বড় হয়েছেন অবশ্যই তাদের সঙ্গে অভিনয় করতে চাইবেন। যখন এই সমস্ত কথা শুনি তখন আমি খুব মর্মাহত হই। আমি তার মেয়ের চরিত্রে অভিনয় করেছি দেখে এই সিনেমার অংশ হতে পারব না! এরকম অনেক উদাহরণ রয়েছে যেখানে অভিনেত্রীরা মা, মেয়ে এবং প্রেমিকার ভূমিকায় অভিনয় করেছেন। এটা আমার কাজ। তাই আমার কোনো সমস্যা নেই।’

আমির খানের কাছ থেকে প্রেমের বিষয়ে পরামর্শ নেন জানিয়ে সানা বলেন, ‘তিনি এমন একজন যিনি বন্ধু, গুরু ও পরামর্শ দাতার ভূমিকা পালন করেন। আমি তার সঙ্গে সব বিষয়ে আলোচনা করতে পারি। কাউকে আমার ভালো লাগলে, কী করব তা নিয়েও তার সঙ্গে কথা বলি। সানিয়া মালহোত্রা এবং আমি তার কাছে প্রেমের সমস্যা নিয়ে যেতাম এবং তিনি আমাদের হয়ে তা সমাধান করে দিতেন।’

থাগস অব হিন্দুস্তান সিনেমাটি পরিচালনা করবেন বিজয় কৃষ্ণ আচার্য। এর আগে আমিরেরধুম-থ্রি পরিচালনা করেছেন তিনি। আমির খান ও ফাতিমা সানা শেখের পাশাপাশি অমিতাভ বচ্চনকেও দেখা যাবে সিনেমাটিতে। আগামী বছর দিওয়ালিতে সিনেমাটি মুক্তির কথা রয়েছে।