‘আমার ক্লিপ না দেখে নিজের নগ্ন দেহ দেখুন’

বিনোদন ডেস্ক : ফাঁস হওয়া পার্চড সিনেমার নগ্ন ভিডিও নিয়ে প্রশ্ন করায় ভীষণ চটেছেন রাধিকা আপ্তে।

গতকাল মঙ্গলবার একটি অনুষ্ঠানে এক সাংবাদিক তাকে এ বিষয়ে প্রশ্ন করলে খেপে যান এ বলিউড অভিনেত্রী।

জবাবে রাধিকা বলেন, ‘দুঃখিত, আপনার প্রশ্ন খুবই হাস্যকর। বিতর্ক আপনাদের মতো মানুষেরা তৈরি করে। আপনারা ক্লিপ দেখেন এবং অন্যজনের সঙ্গে শেয়ার করেন, এভাবেই আপনারা বিতর্কের জন্ম দেন।’

তিনি আরো বলেন, ‘আমি একজন শিল্পী। আমাকে যদি এরকম কাজ করতে হয় তবে করব। আপনারা যদি খোলস ভেঙে বাইরের সিনেমাগুলো দেখেন, তাহলে দেখবেন এ ধরনের দৃশ্য করে তারা সফল হচ্ছেন। সুতরাং আপনার এ ধরনের প্রশ্ন করা উচিৎ হয়নি।’

ফোবিয়া সিনেমা খ্যাত এ অভিনেত্রী বলেন, ‘আমি কোনো কিছুতে লজ্জা পাই না। যারা নিজেদের শরীর নিয়ে লজ্জিত, তারা অন্যের শরীর নিয়ে কৌতূহলী। আপনাদের যদি আগামীতে কারো নগ্ন শরীর দেখতে ইচ্ছে হয়, তাহলে আমার ক্লিপ না দেখে নিজের নগ্ন দেহ দেখুন। তারপরই আমরা এ নিয়ে কথা বলব।’

কিছুদিন আগে ফাঁস হয় রাধিকা আপ্তের পার্চড সিনেমার একটি অন্তরঙ্গ দৃশ্যের ভিডিও। এরপর তা অনলাইনে ভাইরাল হয়ে যায়।