আমার ছোট ছেলেটা বেকুব

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে তার কনিষ্ঠ পুত্র সম্পর্কে বলেছেন, ‘আমার ছোট ছেলেটা বেকুব। সে আর নিজের বাড়িতে যাচ্ছে না।’ প্রকাশ্যে দেশের প্রেসিডেন্ট এভাবে নিজের ছেলে সম্পর্কে অবমাননাকর মন্তব্য করায় ফিলিপাইনের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা রীতিমতো বিস্ময় প্রকাশ করেছে।

রদ্রিগো দুতের্তের ২৯ বছর বয়সী ছেলেটির নাম সেবাস্তিয়ান দুতের্তে। নিরাপত্তা সহযোগীরা জানিয়েছেন, গত সপ্তাহ থেকে প্রেসিডেন্টের ছেলেটির সঙ্গে কোনো যোগাযোগ করা যাচ্ছে না। পরে অবশ্য ফেসবুকে নিজের অবস্থান সম্পর্কে জানান দিয়েছেন সেবাস্তিয়ান। এতে সে লিখেছে, ‘শুভ সকাল বাবা। অস্থির হয়ো না। ১ ফেব্রুয়ারি থেকে আমি অন্য একটি বাড়িতে থাকা শুরু করেছি।’

তবে এর আগে বৃহস্পতিবার দাভাও শহরে এক অনুষ্ঠানে প্রেসিডেন্ট দুতের্তে বলেছেন, ‘আমার ছোট ছেলেটা বেকুব।’ এ এসময় তিনি তার অপর দুই সন্তানের সঙ্গে কনিষ্ঠটির তুলনা করেন। তিনি বলেন, ‘ আমার অন্য সন্তানগুলোকে নিয়ে কখনো সমস্যায় পড়তে হয়নি। ওরা অনেক ভালো করছে।’

এদিকে প্রেসিডেন্টের প্রকাশ্যে এভাবে পারিবারিক সংকট নিয়ে কথা বলায় বিস্ময় প্রকাশ করেছে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা। জিসেলে ম্যালিয়ানো নামে একজন লিখেছে, ‘মনে হচ্ছে সে তার উন্মাদ বাবার কাছ থাকে যোগাযোগ বিচ্ছিন্ন রাখতে চাইছে। আমার বাবাও যদি আমার বিষয়ে নাক গলাতো তাহলে আমিও এমনটাই করতাম।’

ঝেভস্কি রিকিউজো নামে আরেকজন লিখেছে, ‘ তিনি এমন প্রেসিডেন্ট যিনি মাদক ব্যবহারকারীদের মাটি খুঁড়ে বের করতে পারেন কিন্তু নিজের ছেলেটি কোথায় তা-ই জানেন না।’

কোরাজন ক্যাবরেরা নামে আরেকজন লিখেছে, ‘আপনি যদি নিজের সন্তানদের জন্য ত্যাগ না করতে পারেন, তাহলে তাদের কাছ থেকে আপনি আশা করতে পারেন না। আপনার জন্য লজ্জা।’