আমার পূজার ফুলে দেবাশীষ বিশ্বাস

বিনোদন প্রতিবেদক : চলচ্চিত্র পরিচালক এবং উপস্থাপক দেবাশীষ বিশ্বাস। ‘শ্বশুরবাড়ী জিন্দাবাদ’, ‘শুভ বিবাহ’, ‘ভালবাসা জিন্দাবাদ’-এর মতো বেশ কিছু জনপ্রিয় সিনেমা নির্মাণ করেছেন তিনি। সিনেমাগুলোর জন্য দর্শকদের কাছে প্রশংসাও পেয়েছেন এ নির্মাতা। এবার তিনি সুরের ভুবনে নাম লেখালেন। সম্প্রতি কিংবদন্তি সঙ্গীতশিল্পী কিশোর কুমারের গাওয়া ‘আমার পূজার ফুল’ গানটিতে কণ্ঠ দিয়েছেন।

রাজধানীর নিকেতনে সাউন্ড প্লে স্টুডিওতে গানটি রেকর্ড করা হয়। গতকাল ১ অক্টোবর দেবাশীষ বিশ্বাস-অরুণা বিশ্বাস দম্পতির বিবাহ বার্ষিকী উপলক্ষে গানটি ইউটিউবে প্রকাশ করা হয়েছে। এ প্রসঙ্গে দেবাশীষ বিশ্বাস বলেন, ‘গতকাল আমার বিশেষ একটি দিন ছিল! এই বিশেষ দিনে সাহস করে কাজটি করলাম! গানটি আমার সহধর্মিণী অরুণা বিশ্বাসসহ সকল গুণগ্রাহীদের জন্যে! গানের অনুপ্রেরণা আমার মা’র কাছ থেকে পাওয়া! তাছাড়া সংগীত পরিচালক শওকত আলী ইমনেরও অনুপ্রেরণা আছে।’

দেবাশীষ বিশ্বাস পরিচালিত ‘চল পালাই’ সিনেমাটির শুটিং শেষ করে মুক্তির অপেক্ষায় রয়েছে। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক শাহরিয়াজ, শিপন ও তমা মির্জা।

গানের লিংক-