আমার মনে হয় না যে বিচারপতি হওয়ার ন্যূনতম যোগ্যতা তার ছিল

জ্যেষ্ঠ প্রতিবেদক : ষোড়শ সংশোধনী বাতিলের রায় নিয়ে প্রধান বিচারপতিকে উদ্দেশ্য করে প্রাক্তন বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরীর দেওয়া বক্তব্যকে ‘আদালত অবমাননাকর’ অভিহিত করে তার শাস্তি দাবি করেছে বিএনপি।

রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরে শ্রদ্ধা জানাতে এসে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই দাবি করেন।

তিনি বলেন, ‘শামসুদ্দিন চৌধুরী যে বাচনভঙ্গি, তার যে শব্দ চয়ন, তাতে আমার মনে হয় না যে বিচারপতি হওয়ার ন্যূনতম যোগ্যতা তার ছিল। তিনি ভদ্রতা, সৌজন্যবোধ সবকিছুর বাইরে গিয়ে প্রধান বিচারপতিকে নিয়ে অপরিশীলিত, অমার্জনীয়’ কথা-বার্তা বলেছেন। এগুলো অবশ্যই আদালত অবমাননা। আমি মনে করি, এগুলো আমলে নিয়ে তার বিচার হওয়া উচিৎ।’

বিএনপি মহাসচিব, ‘ষোড়শ সংশোধনী বাতিলের রায় আপিল বিভাগের সাত বিচারকের সর্বসম্মত রায়। এ বিষয়ে যারা প্রশ্ন তোলেন, তারা বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে প্রশ্ন তোলেন, বিচার বিভাগের যে কর্তৃত্ব, আলাদা ক্ষমতা, সেই ক্ষমতার ওপরে তারা প্রশ্ন তোলেন, তারা সংবিধান লঙ্ঘন করেন।’

এ সময় দলের ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, সহদপ্তর সম্পাদক মুনির হোসেন, মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার উপস্থিত ছিলেন।