নিজস্ব প্রতিবেদক : সাভারের আমিনবাজারে একটি গাড়ি মেরামত কারখানায় আগুনে চারটি বাস পুড়ে ছাই হয়ে গেছে।
সোমবার বিকেল ৪টার দিকে এ আগুন লাগে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার নাজমা আক্তার জানান, আমিনবাজারের অনলাইন ফিলিং স্টেশনের পাশে একটি মেরামত কারখানায় গাড়িতে ঝালাই দেওয়ার সময় এ আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট সেখানে গিয়ে এক ঘণ্টার চেষ্টার আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি বলেন, আগুনে চারটি বাস পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৫০ লাখ টাকার বেশি ক্ষতি হতে পারে।