বিনোদন ডেস্ক : বলিউডের মি.পারফেক্টশনিস্ট খ্যাত অভিনেতা আমির খান। সিনেমার চরিত্রের প্রয়োজনে নিজেকে ভাঙতে এবং গড়তে দ্বিধাবোধ করেন না তিনি।
সিক্রেট সুপারস্টার সিনেমাতেও ভিন্ন লুকে দেখা যাবে আমির খানকে। সম্প্রতি এ সিনেমায় আমিরের লুকটি প্রকাশ পায়। এরপরই তা ইন্টারনেটে ছড়িয়ে পরে।
জানা গেছে, সিক্রেট সুপারস্টার সিনেমায় একজন মিউজিক কম্পোজারের ভূমিকায় অভিনয় করছেন আমির। একজন উঠতি গায়িকার গল্প নিয়ে নির্মিত হচ্ছে সিনেমাটি। আমিরকে দেখা যাবে এ গায়িকার মেন্টরের ভূমিকায়।
একটি সূত্রের বরাত দিয়ে ভারতীয় একটি সংবাদমাধ্যম জানিয়েছে, সিনেমায় আমিরের চরিত্রটি সংক্ষিপ্ত কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। গত মঙ্গলবার থেকে তিনি সিনেমাটির শুটিং শুরু করেছেন। দাঙ্গাল সিনেমার গান নিয়ে পরিচালক নিতেশ তিওয়ারির সঙ্গে ব্যস্ত সময় পার করছিলেন আমির। এই সিনেমার শুটিংয়ের জন্য তিনি নিতেশের কাছ থেকে আট দিন সময় নিয়েছেন।
সিক্রেট সুপারস্টার সিনেমাটি পরিচালনা করছেন আমিরের সাবেক ম্যানেজার আদাভাইত চন্দন। গত জুলাই থেকে এর শুটিং শুরু হয়েছে। এতে সংগীতশিল্পী মোনালী ঠাকুরকেও দেখা যাবে বলে শোনা যাচ্ছে।