আমিরের সঙ্গে অভিনয়ে দ্বিমত পোষণ সানি লিওনের

বলিউডের মিস্টার পারফেকশনিস্ট খ্যাত আমির খানের সঙ্গে অভিনয় করতে চাইবেন না এমন নায়িকা বলিউডে পাওয়া মুশকিল। তবে আমিরের সাথে অভিনয়ের ব্যপারে দ্বিমত পোষণ করেছিলেন বলিউডের আলোচিত অভিনেত্রী সানি লিওনের।

এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছিলেন এই অভিনেত্রী।

ঐ সাক্ষাৎকারে আমিরের সঙ্গে সিনেমায় অভিনয় করতে চান কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘না’। কারণ জানতে চাইলে সানি জানান, ‘আমির নিজেই আমার সঙ্গে কোনো সিনেমায় অভিনয় করতে চাইবেন না। এর অন্যতম কারণ আমার আগের ক্যারিয়ার।’

সানির এই মন্তব্যর এরই মধ্যে ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। দেখা যায় নানা প্রতিক্রিয়া। আর সেই মন্তব্য নজর এড়ায়নি আমিরের।

সানির মন্তব্য নিয়ে এক টুইট বার্তায় আমির জানান, ‘আমি জানি না সানি কেন এমনভাবে নিজেকে চিন্তা করেছে। আমি অবশ্যই তার সঙ্গে সিনেমায় অভিনয় করতে চাই। আমি মনে করি সানি তার বিনয় প্রকাশ করেছে। তার অতীত ক্যরিয়ার নিয়ে কোনো কিছুই চিন্তা করি না। সে একজন অভিনেত্রী।’