রেজাউর রহমানঃ শারদীয় দুর্গা ও লক্ষ্মী পূজার পর ঢাকা – ১৮ আসনের সকল পূজা উদযাপন কমিটিকে সাথে নিয়ে এক আনন্দঘন মিলনমেলার আয়োজন করেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ন-আহবায়ক দয়াল কুমার বড়ুয়া।
শনিবার রাজধানীর উত্তরায় এক রেস্টুরেন্টে নৌশভোজসহ এ মিলনমেলার আয়োজন করেন তিনি।
এসময় বক্তারা ভেদাভেদ ভুলে ধর্ম বর্ণ সবাই মিলে দয়াল কুমার বড়ুয়ার জন্য কাজ করার আহ্বান জানান।
ঢাকা-১৮ আসনের খিলক্ষেত, উত্তরখান দক্ষিণখান, তুরাগ, উত্তরাসহ বিভিন্ন এলাকা থেকে ৩৯টি পূজা উদযাপন কমিটির সভাপতি-সাধারণ সম্পাদকসহ অনেক গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ৩৯টি পূজা উদযাপন কমিটিকে সম্মাননা প্রদান করা হয়।
এসময় ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ন-আহবায়ক দয়াল কুমার বড়ুয়া বলেন; আমরা সকলে মানুষ। একজন মানবিক মানুষ হোক আমাদের পরিচয়। হিন্দু সম্প্রদায়ের সকল ভাই-বোনের পাশে আমি আছি।
হিন্দু সম্প্রদায়কে সংখ্যালঘু বলা যাবে না উলেখ্য করে তিনি বলেন, এদেশে সকলের ধর্মের আর বর্ণের মানুষ যুগ যুগ ধরে মিলেমিশে বসবাস করে আসছে। তাই এদেশ সকলের এদেশে কেউ সংখ্যালঘু নয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন বাংলাদেশ ফ্রেন্ডস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক নাফিজ মাহবুব, সাপ্তাহিক উত্তরা বাণীর সম্পাদক জুয়েল আনানসহ অনেকে।