
বিনোদন ডেস্ক : বলিউড অভিনেতা হৃতিক রোশান ও অভিনেত্রী কঙ্গনা রাণৌতের দ্বন্দ্বটা বেশ পুরোনো। তবে গত বছর তাদের মধ্যে আইনি দ্বন্দ্ব শুরু হলে সামনে আসতে থাকে তাদের ঘিরে নানা ঘটনা। বিষয়টি নিয়ে এতদিন চুপ থাকলেও সম্প্রতি এ নিয়ে কথা বলতে শুরু করেছেন হৃতিক।
কয়েকদিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমে তার বিরুদ্ধে কঙ্গনার করা সকল অভিযোগ অস্বীকার করেন হৃতিক রোশান। এরপর ভারতীয় একটি টিভি চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে এ প্রসঙ্গে কথা বলেন এ অভিনেতা। এতে আবারো তার বিরুদ্ধে ওঠা সকল অভিযোগের উত্তর দেন তিনি। পাশাপাশি দর্শকদের কাছে নিজেও কিছু প্রশ্ন ছুড়ে দেন।
এ সময় অমিতাভ বচ্চন অভিনীত পিংক সিনেমার একটি উদাহরণ টেনে আনেন হৃতিক। নারীকেন্দ্রিক এ সিনেমাটিতে নারীদের মতামতের ওপর গুরুত্ব দেয়ার বিষয়টি তুলে ধরা হয়। যেখানে নারীরা যখন না বলেন সেটি প্রকৃতপক্ষেই না হিসেবে মনে করতে বলা হয়।
হৃতিক বলেন, ‘পিংক সিনেমাটি আমাকে অনেক অনুপ্রেরণা দিয়েছে ও আমার ওপর প্রভাব ফেলেছে। কিন্তু একই সঙ্গে এটি আমাকে চিন্তাতেও ফেলেছে, না মানে না শুধু নারীদের বেলাতেই কেন প্রযোজ্য? আমি একজন বাবা হিসেবে লাঞ্ছিত হয়েছি। আমার সন্তানরা রয়েছে তারা স্কুলে যায়, সম্ভবত তারাও কটু কথার শিকার হয়েছে এবং এটা আমি মেনে নিতে পারি না।
আর দুজন ব্যক্তির পুরো বিষয়টি মিডিয়াতে যেভাবে প্রকাশিত হচ্ছে, প্রকৃতপক্ষে এটা আমার কোনো বিষয় না। এটি আমার ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে এবং আমি এ থেকে মুক্ত হতে চাই। কেউ একজন বলছে এটি ছোটখাটো বিষয় কিন্তু আমি একমত নই। আমাকে লাঞ্ছিত ও একপেশে করার চেষ্টা হয়েছে। অবশেষে আমি সত্য বলতে সামনে এসেছি।’