ক্রীড়া প্রতিবেদক : মুস্তাফিজুর রহমানের ইনজুরি, মোহাম্মদ শহীদের চোট ও রুবেল হোসেন অফফর্ম; তিনে মিলিয়ে টেস্টের মূল অ্যাটাকে বড় ঘাটতি। প্রশ্ন, ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে থাকবেন কে?
প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু ইঙ্গিত দিয়েছিলেন তাসকিন আহমেদকে টেস্টে দেখা যেতেও পারে।
পরিকল্পনা অনুযায়ী তাসকিনকে টেস্ট স্কোয়াডের সম্ভাব্য খেলোয়াড়দের সঙ্গে অনুশীলনও করানো হয়। গতকাল (শুক্রবার) ৮ ওভার বোলিং করেন ২১ বছর বয়সি এ পেসার। কিন্তু আজ অনুশীলনে আসেননি। প্রথম দিনের বোলিং ও প্রস্তুতি দেখে মনে হচ্ছিল এবার বোধহয় টেস্ট ক্যাপ পড়তে যাচ্ছেন ২১ বছর বয়সী এ পেসার। কিন্তু জাতীয় দলের কোচ হাথুরুসিংহে বললেন উল্টো কথা। জহুর আহমেদে অনুশীলন শেষে হাথুরুসিংহে বলেছেন,‘সে কি সাম্প্রতিক সময়ে কেনো চারদিনের ম্যাচ খেলেছে? কি ভাবছেন সে সরাসরি এখানে এসে ম্যাজিকাল কিছু করবে! মোটেও না।’
রঙিন জার্সিতে সাম্প্রতিক সময়ে মুগ্ধতা ছড়ানো তাসকিনের এখনও টেস্ট ক্যাপ পড়া হয়নি। সর্বশেষ দীর্ঘ পরিসরের ম্যাচ খেলেছেন ২০১৩ সালের ফেব্রুয়ারিতে, ওয়ালটন সেন্ট্রাল জোনের হয়ে। এরপর একের পর এক ইনজুরিতে সাদা জার্সির চিন্তা মাথায় নেননি তাসকিন। তাকে বিসিবি একাদশের হয়ে ইংল্যান্ডের বিপক্ষে আগামীকাল (রোববার) প্রস্তুতি ম্যাচে দেখা যাবে। প্রস্তুতি ম্যাচে ভালো করলে কি তাসকিনকে সাদা জার্সিতে দেখা যাবে?
Bangladesh
এ সম্ভাবনাও উড়িয়ে দিলেন হাথুরুসিংহে,‘আপনি যদি সাম্প্রতিক সময় কোনো চারদিনের ম্যাচ না খেলেন তাহলে আপনাকে দিয়ে দীর্ঘ পরিসরের কথা চিন্তা করা যায় না। কারণ ১৫ ওভার বোলিংয়ের পাশাপাশি পুরোদিন ফিল্ডিং আপনার জন্য হবে নতুন অভিজ্ঞতা।’
ঘুরিয়ে-ফিরিয়ে ‘নেতিবাচক’ উত্তর দেওয়ার পর হাথুরুসিংহে তাসকিনকে নিয়ে সোজাসাপ্টা এক বাক্যে উত্তর দেন এভাবে,‘আমি কারো ক্যারিয়ার ধংস করতে ইচ্ছুক নই’।
টেস্টে কোচের ভাবনায় নেই তাসকিন। তবে নির্বাচকরা তাকে নিয়ে ভাবছেন। প্রস্তুতি ম্যাচে তাকে রাখার মধ্য দিয়েই প্রমাণিত হল। ইংল্যান্ডের বিপক্ষে না হোক টেস্টে তাসকিনকে পেতে দৃঢ়প্রত্যয়ী নির্বাচক প্যানেল।