আমি তোমাকেই বিয়ে করব: মিমির ভক্ত

টলিউডের প্রথম সারির নায়িকা, যাদবপুরের সাংসদ সদস্য মিমি চক্রবর্তী। নাছোড়বান্দা এক অনুরাগী যা কিছুই হয়ে যাক না কেন তিনি মিমি চক্রবর্তীকে ছাড়া কাউকেই বিয়ে করবেন না।

এমনকি অভিনেত্রীকে সরাসরি বিয়ের প্রস্তাবও দিতে দ্বিধা করেননি তিনি। বৃহস্পতিবার, ভক্তদের সঙ্গে ইনস্টাগ্রামে প্রশ্নোত্তর পর্বে যোগ দিয়েছিলেন এই অভিনেত্রী। ভক্তদের সঙ্গে যোগাযোগ বজায় রাখতেই এই পন্থা। ইনস্টাগ্রাম স্টোরিতে অনুরাগীদের নানান প্রশ্নের জবাবও দিচ্ছিলেন মিমি। আর সেখানেই এক ভক্ত মিমির উদ্দেশ্য করে লিখেন, ‘তুমি যত বড়ই তারকা হোউ না কেন, আমি তোমাকে বিয়ে করবই।’

ওই অনুরাগীর কথা এড়িয়ে না গিয়ে তার উত্তরে মিমিও উদিত নারায়ণ, সোনু নিগম, সুনিধি চৌহানের গাওয়া জনপ্রিয় ‘মুঝসে শাদি করোগি’ গানটি ইনস্টাগ্রাম স্টোরিতে জুড়ে দিয়েছেন।

বেশ বোঝা যাচ্ছে অনুরাগীর এমন প্রশ্ন নেহাতই রসিকতার ছলেই গ্রহণ করেছেন অভিনেত্রী মিমি চক্রবর্তী।