
বিনোদন ডেস্ক : জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। দিন দিন মার্কিন মুলুকে নিজের শক্ত অবস্থান তৈরি করছেন তিনি। হলিউডের বড় বড় অ্যাওয়ার্ড অনুষ্ঠানেও নিয়মিত উপস্থিত হচ্ছেন এ অভিনেত্রী। ম্যারি ক্লেয়ার ম্যাগাজিনে আগামী এপ্রিল সংখ্যার প্রচ্ছদে দেখা যাবে প্রিয়াঙ্কাকে।
এরই মধ্যে ইন্টারনেটে প্রকাশিত হয়েছে ম্যাগাজিনের ফটোশুটে তার ছবি। এতে তাকে বেশ আবেদনময়ীরূপে তুলে ধরা হয়েছে। পাশাপাশি ম্যাগাজিনে সাক্ষাৎকারও দিয়েছেন বাজিরাও মাস্তানি অভিনেত্রী।
সাক্ষাৎকারে বিকিনি পরা প্রসঙ্গে প্রিয়াঙ্কা চোপড়া বলেন, ‘আমি বিকিনি পরতে পছন্দ করি। কারণ এতে আমি স্বাচ্ছ্বন্দ ও আরামবোধ করি।’
নিজেকে নিয়ে কোন গুঞ্জনটি তার কাছে সবচেয়ে অবান্তর মনে হয়েছে এমন প্রশ্নের উত্তরে এ অভিনেত্রী বলেন, ‘আমি একটি দৃশ্যের শুটিং করেছিলাম, যেখানে দেখানো হয়েছে আমি বৃষ্টিতে ভিজে গেছি এবং পরের দিন সংবাদমাধ্যমে দেখলাম লেখা হয়েছে, এজন্য নাকি আমি মিনারেল ওয়াটার চেয়েছিলাম।’
বর্তমানে ‘কোয়ান্টিকো’ টিভি সিরিজের শুটিং নিয়ে ব্যস্ত প্রিয়াঙ্কা চোপড়া। আগামী মে মাসে মুক্তি পাবে এ অভিনেত্রীর প্রথম হলিউড সিনেমা বেওয়াচ। অ্যাকশন-কমেডি ঘরানার সিনেমাটি পরিচালনা করেছেন সেথ গর্ডন। প্রিয়াঙ্কা ছাড়াও সিনেমাটিতে অভিনয় করছেন ডোয়াইন জনসন, পামেলা অ্যান্ডারসন, জ্যাক এফরন, অ্যালেজান্ড্রা ডাডারিও এবং কেলি রোহরবাচ।